মোহনপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অটল বিহারী বাজপেয়ী স্মৃতির নক আউট ক্রিকেট টুর্নামেন্ট

২৫ শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে খেলা, সাংবাদিক সম্মেলনে জানান আয়োজকরা

Feb 16, 2024 - 03:51
Feb 16, 2024 - 06:11
 0  38
মোহনপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে অটল বিহারী বাজপেয়ী স্মৃতির নক আউট ক্রিকেট টুর্নামেন্ট
মোহনপুর মন্ডল আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে মোহনপুরের সাংবাদিক সম্মেলন।ছবি:- দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট :-২ নং মোহনপুর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অটল বিহারি বাজপেয়ী স্মৃতি নকআউট ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের জন্য রাখা হয়েছে মোটরসাইকেল এবং স্কুটি। বৃহস্পতিবার মোহনপুরে সাংবাদিক সম্মেলনে জানান আয়োজকরা।

ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জয়লাল দাস বলেন মোহনপুরে মন্ত্রী রতলাল নাথের নেতৃত্বে যেভাবে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে তার সাথে পাল্লা দিয়ে সাংস্কৃতিক চর্চা এবং খেলাধুলাতে পিছিয়ে নেই মোহনপুর। যুব সমাজকে সুস্থ দেহের অধিকারী করে তুলতে এই ধরনের খেলার আয়োজন। আগামী ২৫ শে ফেব্রুয়ারি এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে সমস্ত ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ২২ শে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দল নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবে। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে পালসার বাইক এবং রানার্স আপকে দেওয়া হবে একটি স্কুটি। এদিন এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুরো পরিষদের ভাইস চেয়ারম্যান শংকর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রাকেশ দেব সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow