ফিলীপ কুমারকে যারা হুমকি দিয়েছে এদের কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি রাজিবের
এমএলএ হোস্টেলে ঢুকে বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউকে ছাড়া হবে না। আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সংসদ রাজিব ভট্টাচার্য।

দ্যা ফ্যাক্ট :-সম্প্রতি এমএলএ হোস্টেলে ঢুকে কাঞ্চনপুরের বিধায়কে গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কোন আভিযুক্তকে রেহায় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ রাজিব ভট্টাচার্য।
সম্প্রতি নিউ ক্যাপিটেল কমপ্লেক্স এলাকায় নতুন এমএলএ হোস্টেলে ঢুকে কাঞ্চনপুরের বিধায়ক ফিলিপ কুমার রিয়াংকে হুমকি দেবার বিষয় মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন এই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত যে কেউ হোক না কেন তার বিচার হবে আইনের মাধ্যমে। আইন আইনের পথে চলবে। রাজ্যের আইন-শৃঙ্খলা এবং শান্তি বিনিষ্ট করার যারাই চেষ্টা করবে এদের প্রত্যেকের বিরুদ্ধে সরকার করা পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
What's Your Reaction?






