অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জুটছে না নিয়মিত খাবার, শিক্ষিকার অশালীন ব্যবহারে অতিষ্ঠ অভিভাবক

মোহনপুর সিডিওর অন্তর্গত ডিএম কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে লাটে উঠেছে পড়াশোনা। শিক্ষার্থীরা নিয়মিত পাচ্ছি না খাবার। অভিভাবকরা প্রতিবাদ জানালে এলে শিক্ষিকার দ্বারা হতে হচ্ছে অপমানিত। প্রত্যেকের দাবি শিক্ষিকার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক দপ্তর।

Apr 1, 2025 - 23:30
Apr 1, 2025 - 23:33
 0  22
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জুটছে না নিয়মিত খাবার, শিক্ষিকার অশালীন ব্যবহারে অতিষ্ঠ অভিভাবক
ডিএম কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগ অভিভাবকদের, শিক্ষিকাকে চাইছেন না অভিভাবকরা। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- ডিএম কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষার্থীরা নিয়মিত পাচ্ছে না খাবার। হচ্ছে না পড়াশোনা। অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে অশালীন ব্যবহারের অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে। পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জাতীয় সংগীত গাওয়া হয় না বলেও অভিযোগ স্থানীয় অভিভাবক মহলের। সবমিলিয়ে শিক্ষিকার বিরুদ্ধে একরাশ অভিযোগ গোটা এলাকার অভিভাবকদের। 

মোহনপুর ব্লকের অন্তর্গত ডিএম কলোনী এলাকায় প্রাথমিক শিক্ষার জন্য কচিকাঁচারার নির্ভর ডিএম কলোনী অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপর। এই গ্রামে বেশিরভাগ মানুষ দরিদ্র শ্রেণীর। ফলে সন্তানদের বেসরকারি স্কুলে পাঠানো গ্রামবাসীর পক্ষে সম্ভব নয়। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গেলে শিক্ষিকা ছাত্রদের সাথে প্রতিনিয়ত অশালীন আচরণের অভিযোগ উঠেছে শিক্ষিকা শিক্তা পালের বিরুদ্ধে। অভিযোগ তিনি প্রতিমাসে শিশু খাদ্য নিয়মিত বন্টন করছেন না। যখন বন্টন করছেন তখন সঠিকভাবে অভিভাবকদের হিসেব বুঝিয়ে দিচ্ছেন না। এমনকি যেদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম প্রদান করার কথা সেদিন শিক্ষার্থীরা কুলে এলে তাদেরকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিন সকালে জাতীয় সংগীত না করারও অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছাত্র-ছাত্রীর সংখ্যা কম হলে সেদিন খিচুড়ি রান্না করা হয় না বলে অভিযোগ অভিভাবক মহলের। সবমিলিয়ে স্থানীয়দের দাবি এলাকার কচিকাচাদের প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এই অঙ্গনারী কেন্দ্রে দেয়া হোক নতুন শিক্ষিকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow