মোহনপুর পুর পরিষদ এলাকার ১২ টি ওয়ার্ডে এক যুগে মন্ত্রীর হাত ধরে উন্নয়নমূলক কাজের সূচনা
মোহনপুর পুর পরিষদ এলাকায় ১২ টি ওয়ার্ডে এক যুগে চলবে উন্নয়নমূলক কাজের
দ্যা ফ্যাক্ট:-নাগরিক পরিষেবার মান উন্নয়ন করতে মোহনপুর পুর পরিষদ এলাকার ১২ টি ওয়ার্ডে এক যুগে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা হলো রবিবার। মোহনপুরের বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ আনুষ্ঠানিকভাবে এই কাজের সূচনা করলেন এই দিন। প্রতিটি কাজের জন্য বরাদ্দ করা রয়েছে প্রায় ৫ লক্ষ টাকা।
মোহনপুর পুর পরিষদ এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা দূরীকরণের উদ্দেশ্যে পুর পরিষদ একযোগে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ গুলোর মধ্যে ছিল রাস্তা তৈরি, সাইড ওয়াল নির্মাণ সহ অন্যান্য। পুর পরিষদ এলাকায় নাগরিক পরিষেবার মান উন্নয়ন ঘটাতে এই কাজগুলো হাতে নেওয়া হয়েছে বলে জানান মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। আনুষ্ঠানিকভাবে এই কাজগুলোর উদ্বোধন করে মন্ত্রী আরো বলেন মোহনপুর পুর পরিষদ এলাকাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য আরো পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে এই পরিকল্পনা গুলো বাস্তবায়িত করা হচ্ছে। জনগণকে সঠিক পরিষেবা প্রদানের জন্য সরকার এবং পুর পরিষদ কাজ করছে বলেও মন্তব্য করলেন মন্ত্রী। এদিনের এই উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ সহ অন্যান্যরা।
What's Your Reaction?