ঊষাবাজারে পিস্তল উঁচিয়ে মামলা প্রত্তাহারে হুমকি, পুলিশে অভিযোগ দায়ের
ঊষাবাজারে মাফিয়া ও পিস্তল রাজ ঊর্ধ্বমুখী, নিরব পুলিশ
দ্যা ফ্যাক্ট:- স্বামী নিখোঁজ হবার সাথে জড়িত মূল অভিযুক্তরা স্ত্রীকে পিস্তল উচিয়ে প্রাণ নাসের হুমকি। মামলা প্রত্যাহার না করলে স্ত্রী সন্তানদের গুলি করে অথবা বাড়িতে বোম দিয়ে খুন করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এই বিষয়েই সোমবার এয়ারপোর্ট থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন রুমা বৈদ্য দাস নামে এক গৃহবধূ। অভিযোগ ঊষা বাজার এলাকার দূর্গা প্রসন্ন দেব এবং তাঁর শাগরেদরা গৃহবধূকে এই হুমকি দিচ্ছে।
প্রায় ১১ মাস আগে এয়ারপোর্ট থানাধীন ঊষাবাজারের বৈশ্য পাড়ার সন্তোষ দাস রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। পুলিশে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত সন্তোষ দাসের কোন হদিস পায়নি পুলিশ। যদিও তৎকালীন সময়ে পুলিশ এই বিষয়ে অভিযোগ নেওয়ার ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা নেয়নি বলে অভিযোগ ছিল। এরই মধ্যে গত ২৮ শে ফেব্রুয়ারি এবং গত ২ রা মার্চ গৃহবধূ রুমা বৈদ্য দাসকে দুর্গা প্রসন্ন দেব, চন্দন চক্রবর্তী, জয়দীপ রেলি,সঞ্জীব চক্রবর্তী, প্রীতম মালাকার, হিমাদ্রি সাহা নামে এই অভিযুক্তরা ঊষা বাজার এলাকায় পিস্তল দেখিয়ে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয় বলে অভিযোগ। গোটা বিষয়ে এয়ারপোর্ট থানাতে অভিযোগ করেছেন নিখোঁজ সুশান্ত দাসের স্ত্রী রুমা বৈদ্য দাস। তিনি দাবী করেছেন স্বামীকে অপহরণ এবং মামলা প্রত্যাহারের হুমকির বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিক।
What's Your Reaction?