প্রদ্যুৎতের বাংলাদেশি, বহিরাগতরা ভোট দেবেতো কির্তীকে?

ভাইয়ের অপমানজনক সম্বোধন! অনিশ্চয়তার মুখে বোনের রাজনৈতিক ভবিষ্যৎ।

Mar 15, 2024 - 01:18
 0  135
প্রদ্যুৎতের বাংলাদেশি, বহিরাগতরা ভোট দেবেতো কির্তীকে?

দ্যা ফ্যাক্ট:-রাজ্যের পূর্ব আসনে প্রার্থী করার মত যোগ্য মানুষের নেহাত অভাব না থাকলে ছত্রিশগড় থেকে উড়ে এসে প্রার্থী হওয়ার কোন সুযোগই ছিল না। মাথার উপর ভাইয়ের রাজনৈতিক হাত, জোট সমীকরণ এবং তিপ্রা মথাতে যোগ্য মানুষের অভাবের কারণে অবশেষে যোগ্য মানুষকেই প্রার্থী করলেন প্রদ্যুৎ। আর সেই প্রার্থীকে দলীয় সিম্বল দিল বিজেপি।

                      গত লোকসভা নির্বাচনে পূর্ব আসন থেকে কংগ্রেস দলের হয়ে প্রার্থী হয়েছিল প্রদ্যুৎতের আরেক বোন। পরাজিত হয়ে রাজ্য থেকে অন্তরধান হয়ে যান তিনি। আবার নির্বাচনের প্রাক মূহুর্তে আরেক বোনকে ছত্তিশগড় থেকে উড়িয়ে এনে একেবারে বিজেপি দলের প্রার্থী করে দিলেন তিপ্রা মথা দলের মুখিয়া। প্রশ্ন উঠছে এই কির্তী সিং দেববর্মাকে নির্বাচনে জয়ী করানোর জন্য মানুষের কাছে কোন উপযুক্ত কারণ আছে কি? একজন অপরিচিত মানুষকে হুট করে একটি কেন্দ্রের প্রার্থী করে দেওয়ায় চরম জল্পনা শুরু হয়েছে ভোটারদের মধ্যে। প্রশ্ন উঠছে যার ভাই দিনরাত বাঙালি জাতি গোষ্ঠীকে বহিরাগত, বাংলাদেশী বলে আখ্যায়িত করে তার বোন সেই জাতিগোষ্ঠীর ভোট পাবেতো? যদিও বিজেপি রাজনীতিতে দলই শেষ কথা। কিন্তু যখন প্রশ্ন হয় মানুষের ইজ্জত, স্বভিমান এবং সম্প্রদায়কে নিয়ে তখন কিন্তু মানুষ দল এবং রাজনীতির কথা দ্বিতীয় শ্রেণীতে রাখেন। এই অবস্থাতে অউপজাতি মানুষকে প্রদ্যুৎ বিভিন্ন সময় যেভাবে আক্রমণ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজনৈতিক সমীকরণ সাধারণ ভোটার যদি প্রত্যাখ্যান করে তাহলে আখেরে ক্ষতির সম্মুখীন বিজেপি হবে। কারণ মথার হারাবার কিছুই নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow