মন্ত্রী সভাতে যোগ দেবে মথা, প্রশ্নের মুখে বিষয়টি অস্বীকার করলেন না বৃষকেতু
মন্ত্রিসভাতে যোগদানের বিষয়ে প্রায় নিশ্চিত, সাংগঠনিক সিদ্ধান্ত প্রকাশান্তে নারাজ বৃষকেতু।
দ্যা ফ্যাক্ট:- রাজ্য মন্ত্রিসভাতে যোগ দিতে চলেছে তিপ্রা মাথা। সরকারিভাবে এবং সাংগঠনিকভাবে বিষয়টি কোন দল স্পষ্ট নাকরলেও তিপ্রামথা দলের বিধায়ক বৃষকেতু দেববর্মা সাংবাদিকদের প্রশ্নের মুখে ইতিবাচক উত্তর দিলেন।
রাজ্যের মন্ত্রী সভার সম্প্রসারণের লক্ষ্যে দুজন মন্ত্রী শপথ গ্রহণের জন্য ইতিমধ্যেই সমস্ত ধরনের প্রস্তুতি প্রায় চুরান্ত হয়ে গেছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার হতে পারে শপথ গ্রহণ। ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বৃষকেতু দেববর্মাকে মন্ত্রিসভাতে যোগদানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সরাসরি বিষয়টি অস্বীকারও করলেন না। বললেন এই ধরনের খবর তিনিও শুনেছেন। যদিও সাংগঠনিকভাবে মন্ত্রিসভাতে যোগদানের বিষয়টি আলোচনা করা হয়েছে কিনা এই প্রশ্ন করা হলে জবাবে তিনি বিষয়টি অস্বীকার করলেন না। বললেন সাংগঠনিক বিষয় প্রকাশ্যে আনবেন না। উনার এই বক্তব্যে এটা স্পষ্ট সাংগঠনিকভাবে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং বিধায়ক বৃষকেতু দেববর্মা মন্ত্রিসভাতে যোগ দিতে যাচ্ছেন। লোকসভা নির্বাচনের পূর্বে রাজ্য মন্ত্রিসভাতে বিরোধীদলের দুই সদস্যর অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে এক নয়া রাজনৈতিক সমীকরণ সৃষ্টি হবে তা কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গেছে।
What's Your Reaction?