আগামী ২৪ তারিখ রাজ্যে সন্ত্রাসবাদীদের সর্ববৃহৎ আত্মসমর্পণ হতে যাচ্ছে

ATTF ও NLFT-র সন্ত্রাসবাদীদের সর্ববৃহৎ আত্মসমর্পণের দিনক্ষণ চূড়ান্ত।

Sep 22, 2024 - 23:17
 0  25
আগামী ২৪ তারিখ রাজ্যে সন্ত্রাসবাদীদের সর্ববৃহৎ আত্মসমর্পণ হতে যাচ্ছে

দ্যা ফ্যাক্ট : আগামী ২৪ তারিখ রাজ্যে হতে চলেছে সন্ত্রাসবাদীদের বৃহৎ আত্মসমর্পণ। এনএলএফটি এবং এটিটিএফ সংগঠনের সন্ত্রাসবাদীরা আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করবে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা।

সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীর মধ্যে ত্রিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই শান্তি চুক্তির মাধ্যমে সমস্ত সন্ত্রাসবাদী নেতৃত্ব স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য উদ্যোগী হয়েছিলেন। যদিও তখন আনুষ্ঠানিক আত্মসমর্পণ হয়নি। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আগামী ২৪ তারিখ আত্মসমর্পণের দিনক্ষণ ধার্য করা হয়েছে। এই দিনে দুটি সন্ত্রাসী গোষ্ঠীর প্রায় ৫ শতাধিক সন্ত্রাসবাদী আত্মসমর্পণ করবে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই এই আত্মসমর্পণকে কেন্দ্র করে সমস্ত ধরনের প্রস্তুতি চূড়ান্ত হয়ে গেছে। যদিও প্রশাসনিকভাবে এখনো এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। এই আত্মসমর্পণ কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য জনপ্রতিনিধিদের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow