ভারতের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অংশ নিল ফ্রান্সের সেনা
দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ কর্মসূচিতে প্রথম সারিতে অংশগ্রহণ করে ফ্রান্সের সেনাবাহিনী।

সুমন মহলানবীশ,দ্যা ফ্যাক্ট:-ভারতের প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। এই দিন কুচকাউয়াজের সবচেয়ে প্রথমে অংশ নিয়েছে ফ্রান্সের সেনাবাহিনী। পরম্পরা গত ভাবে ভারতের সেনা অথবা আধা সামরিক বাহিনী এই কুচকাওজের শুরু করলেও শুক্রবার ফ্রান্সের সেনাবাহিনী কুচকাউয়াজের প্রথম সারিতে উপস্থিত ছিলেন। ভারতীয় সেনা এবং আধা সামরিক বাহিনী ছিল দ্বিতীয় সারিতে।
ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনকে কেন্দ্র করে কোন বিদেশি সেনাবাহিনীর সদস্য সদস্যরা এইভাবে কুচকাওয়াজে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে ভারতীয়দের মধ্যে অত্যন্ত উৎসাহ লক্ষ্য করা গেছে। দিল্লির কর্তব্য পথে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোড়ার গাড়িতে করে এদিন মূল অনুষ্ঠানে পদার্পণ করেন। ভারত এবং ফ্রান্সের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করতে এই ধরনের আয়োজন দারুন ভাবে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেছেন কূটনৈতিক মহল। যদিও ভারতবর্ষের সাথে ফ্রান্সের সম্পর্ক বরাবরই ভালো ছিল। কিন্তু সেই জায়গাটাকে আরো মজবুত করতে এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দুই দেশের আম জনতা।
What's Your Reaction?






