বামুটিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন গৃহস্থের গোয়াল থেকে ২ টি গাভী চুরি করল চোরেরা

রাতের আঁধারে গৃহস্থের গোয়াল থেকে দুটি গাভী চুরি করল চুরের দল। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বামুটিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায়। স্থানীয় সুধীর বিশ্বাসের বাড়িতে হানা দিয়ে গাভী গুলো নিয়ে যেতে সক্ষম হয়েছে চোরেরা। অভিযোগ ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে গাভী গুলো নিয়ে গেছে চোরের দল।

Dec 4, 2025 - 23:47
 0  30
বামুটিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন গৃহস্থের গোয়াল থেকে ২ টি গাভী চুরি করল চোরেরা

দ্যা ফ্যাক্ট :- বামুটিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন এক বাড়িতে হানা দিল চোরের দল। এই বাড়ি থেকে মোট দুটি গাভী নিয়ে যায় চুরছরা। ধারণা করা হচ্ছে গাভিগুলো নিয়ে বাংলাদেশের চম্পট দিয়েছে চোরের দল।

               দক্ষিণ রাঙ্গুটিয়ার বামুটিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন বাড়িতে গভীর রাতে গৃহস্থের গোয়ালে থাকা দুটি গাভী চুরি করতে সক্ষম হয়েছে চোরেরা। ধারনা করা হচ্ছে বাংলাদেশ থেকে আগত চোরের দল গাভী গরু নিয়ে যায় বাংলাদেশ। দীর্ঘদিন যাবত এই এলাকাতে বাংলাদেশি চুলের উপদ্রব থাকলেও বর্তমানে কাঁটাতারের বেড়া হওয়ার পর িস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। অনেকদিন পর এই এলাকায় পুনরায় চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গাভীগুলো নিয়ে বাংলাদেশ অভিমুখে হেঁটে যাওয়ার পায়ের চিহ্ন রয়েছে বাড়ির পাশে। পরিবারের সদস্যা বলেন এই গাভীগুলো ছিল আয়ের অন্যতম উৎস। গাভী গুলো চুরি হওয়ার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পরিবার। গাভিগুলো উদ্ধার করতে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনীর নিকট আবেদন জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow