বামুটিয়ায় "শক্তি সম্মাননা" শীর্ষক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত
বামুটিয়ার স্বসহায়ক দলের সদস্যাদের নিয়ে প্রকাশ সমাবেশে আগামী প্রধান মন্ত্রী হিসেবে মোদিকে চাই শ্লোগান
দ্যা ফ্যাক্ট:-বামুটিয়া বিধানসভার তেবাড়িয়াতে অনুষ্ঠিত হলো "শক্তি সম্মাননা" শীর্ষক স্বসহায়ক দলের মহিলাদের নিয়ে প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে আগামী লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে সমর্থন করে বক্তব্য রাখলেন বিজেপি দলের রাজ্য কমিটির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত।
গোটা দেশে স্বসহায়ক দলের মহিলাদের উন্নয়নের জন্য সরকার ব্যাপক উন্নয়ন মূলক সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০১৮ সালের পর থেকে ত্রিপুরাতে স্বসহায়ক দলের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। এই স্বসহায়ক দলের দিদিদের নিয়ে অনুষ্ঠিত শক্তি সম্মাননা অনুষ্ঠানে ব্যাপক ভিড় প্রতিলক্ষিত হয়েছে বুধবার। এদিন বামুটিয়ার মন্ডল সভাপতি বলেন বিজেপি দলের মূল লক্ষ্য রাজনীতি করার নয়। বিজেপি চাইছে দেশের সমস্ত জনগণকে আত্মনির্ভর করতে। জনগণকে উপরের দিকে তুলতে। তিনি আরো বলেন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দল-মত নির্বিশেষে সবার বাড়িতে পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য বীমা, ফ্রি রেশন প্রদান করার কাজ করা হয়েছে। অন্যদিকে মহিলা মোর্চার রাজ্য সহ সভানেত্রী পাপিয়া দত্ত বলেন মোদীজি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর মহিলাদের সম্মানের বিষয়টি চিন্তা করেছেন। দেশের এই মাতৃ শক্তিকে আত্মনির্ভর করার জন্য তিনি একের পর এক কাজ করে গেছেন। মহিলাদের জন্য ৩৬ শতাংশ রিজার্ভেশন তার মধ্যে অন্যতম। এদিন স্বসহায়ক দল গুলোর প্রশংসা করে তিনি বলেন মহিলারা যেভাবে কাজ করে স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। বর্তমানে সমস্ত অংশের মা-বোনদের মধ্য থেকে আগামী লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেভাবে নরেন্দ্র মোদির নাম উঠে আসছে তা অত্যন্ত গর্বের বলে দাবি করলেন তিনি। এদিনের এই সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শিলা দাস সেন এবং অন্যান্যরা।
What's Your Reaction?