বামুটিয়ায় CPI(M)-র প্রতিবাদ সভায় কর্মীদের ঘর থেকে বেরিয়ে আসার আহ্বান মানিক সরকারের

নির্বাচনের মুখে দলীয় কর্মীদের নিয়ে বাবুটিয়ায় সিপিআই(এম)-র প্রতিবাদ সভা

Feb 5, 2024 - 00:35
Feb 5, 2024 - 00:52
 0  41
বামুটিয়ায় CPI(M)-র প্রতিবাদ সভায় কর্মীদের ঘর থেকে বেরিয়ে আসার আহ্বান মানিক সরকারের
বামুটিয়ায় সিপিআই(এম) মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন মানিক সরকার।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:- "অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারি জীবন জীবিকার উপর আক্রমণ ও ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই শামিল হোন" এই স্লোগানকে সামনে রেখে রবিবার সিপিআই(এম) মোহনপুর মহকুমা কমিটির উদ্যোগে বামুটিয়ার কালীবাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিপিআই(এম) বামুটিয়া অঞ্চল কমিটির কার্যালয়ে এই প্রতিবাদ সভাতে মোহনপুর মহকুমা এলাকা থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মীরা উপস্থিত ছিলেন।

  লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন দাবিকে সামনে রেখে সিপিআই(এম) দলের এই সভা এলাকার কর্মীদের অনেকটাই অক্সিজেন যোগাবে বলে ধারণা করছে নেতৃত্বরা। কারণ পরপর দুটি নির্বাচনে দলের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছে।

এই দিন প্রধান বক্তার ভাষনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকাকে কেন্দ্র করে সমালোচনায় সরব হন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছে। তাকে কেন্দ্র করে সমালোচনায় সরব হয়েছেন মানিক সরকার। এই বাজেটকে জনস্বার্থ বিরোধী, কৃষক বিরোধী বলে দাবি করলেন তিনি। আহবান করলেন এই বাজেটের বিরুদ্ধে ময়দানে নেমে আন্দোলন প্রতিবাদ কর্মসূচি গড়ে তুলতে।শ্রী সরকার আরো বলেন সারাদেশে আওয়াজ উঠেছে বিজেপি দলকে আগামী লোকসভা নির্বাচনে হারাতে হবে। জনগণের উদ্দেশ্যে মানিক সরকার বলেন এদিনের এই সভা সাহস সঞ্চার করার সভা, আন্দোলন কর্মসূচি গড়ে তোলার সভা এবং প্রতিবাদের সভা। এই সভা থেকে অনুপ্রাণিত হয়ে মানুষকে সংগঠিত করে জোরদার আন্দোলন শুরু করতে পরামর্শ দিলেন মানিক সরকার।

 অন্যদিকে রাজ্যের বিরোধী দল তিপ্রা মথাকেও কটাক্ষ করতে পিছপা হননি মানিকবাবু। অভিযোগ করলেন গত বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা দল উপজাতি অধ্যুষিত এলাকার বাইরে দলীয় প্রার্থী দিয়ে উপজাতি অংশের মানুষের ভোটের ক্ষেত্রে সিপিআই(এম)কে দুর্বল করেছে।এই সুযোগে বিজেপি দ্বিতীয় বার ক্ষমতায় এসেছে বলে দাবি করলেন মানিক সরকার। সভাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রী পবিত্র কর, বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, প্রাক্তন বিধায়ক রতন দাস সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow