নৃশংসভাবে কুকুর হত্যা করল যুবক, বিচার চেয়ে FIR করলোক প্রদ্যুৎ
তেলিয়ামুড়া নৃশংসভাবে একটি পুকুর ছানাকে হত্যা করার ঘটনা সামনে এসেছে। সামাজিক মাধ্যমে বিগত ২-৩ দিন যাবত ভাইরাল এই দৃশ্য। অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিতে মামলা দায়ের করল প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা।

দ্যা ফ্যাক্ট :- কুকুর ছানাকে নৃশংসভাবে হত্যা করার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হয়েছে। ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার তেলিয়ামুড়া এলাকায়। এই ঘটনায় জড়িত অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করল তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা। জানা গেছে অভিযুক্তের নাম বাদর জমাতিয়া।
গত ১১ তারিখ একটি সামাজিক মাধ্যমে চরম হতাশা সৃষ্টি করেছিল। এটি কুকুর ছানাকে অত্যন্ত নৃশংসভাবে একাধিকবার আছার দিয়ে হত্যা করেছে। এই ঘটনার সংগঠিত করার আগে দেখা গেছে বাদর জমাতিয়াল কুলে নিশ্চিন্তে চোখ বন্ধ করেছিল কুকুর ছানাটি। ধারণা করা হচ্ছে এটি তার ব্যক্তিগত কুকুর ছানা। কিন্তু তার কিছুক্ষণ পরেই কুকুরটিকে সজুড়ে মেরে ফেলার ছবি সামাজিক মাধ্যমে দেখা গেছে। এই দৃশ্য দেখে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
জানা গেছে অভিযুক্ত বাদর জমাতিয়ার বাড়ি তেলিয়ামুড়া ওয়াক সিমলুং পাড়ায়। পূর্ব আগরতলা থানায় অভিযুক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রদ্যুত বিক্রম দেববর্মা। অতিসত্বর অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন প্রদ্যুৎ।
What's Your Reaction?






