বাংলাদেশ থেকে পরীক্ষামূলকভাবে চলল মালবাহী রেল,পৌঁছলো নিচন্তপুর সীমান্তে

অপেক্ষার অবসান করতে বাংলাদেশের রেলের চাকা পৌঁছল ভারতের নিচিন্তপুরে

Sep 14, 2023 - 23:30
 0  38

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা,আগরতলা:-আগরতলা থেকে ভারত-বাংলাদেশের মধ্যে রেল পরিষেবা শুরু হওয়ার আগে বাংলাদেশ থেকে পরীক্ষামূলকভাবে মাল বাহি রেল চালানো হলো বৃহস্পতিবার। এদিন বাংলাদেশের গঙ্গানগর স্টেশন থেকে ৩০০৭ নাম্বারের মালবাহী রেল ত্রিপুরার নিশ্চিন্তপুর পর্যন্ত আসে। একটি ইঞ্জিন ও হলুদ রঙের একটি মালবাহী রেক এসে থামলো ভারত বাংলাদেশ সীমান্তে। সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত এই রেল আসলেও ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেনি। এখান থেকেই পুনরায় ফিরে গেছে এই মালবাহী রেল। দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল পরিষেবা চালু করার পূর্বে নবনির্মিত এই রেল লাইনে নিরাপত্তার সমস্ত বিষয় সুনিশ্চিত করতে এই ধরনের ট্রাইয়েল রান শুরু হয়েছে। ইতিমধ্যেই ভারত এবং বাংলাদেশের মধ্যে আগরতলা থেকে রেল পরিষেবা শুরু করতে দুই দেশের তৎপরতা চূড়ান্ত পর্যায়ে। ধরনা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই শুরু হতে পারে ভারত এবং বাংলাদেশের মধ্যে আগরতলা থেকে রেল চলাচল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow