ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানার রাজ্যপাল পদে নিযুক্ত
ত্রিপুরা থেকে এই প্রথম রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন জিষ্ণুকর্তা।

দ্যা ফ্যাক্ট : ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা দেববর্মা বিজেপির একজন গুরুত্বপূর্ণ নেতা। ত্রিপুরায় তার দীর্ঘ রাজনৈতিক জীবন ও অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে তার নিয়োগ বিজেপির উচ্চ নেতৃত্বের প্রতি তার আস্থা ও কর্মদক্ষতার প্রমাণ। এই নিয়োগ তেলেঙ্গানায় নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা করবে বলে অনেকেই আশাবাদী। ২০২৩ বিধানসভা নির্বাচনে তিনি নিজ নির্বাচনী কেন্দ্রে পরাজিত হয়েছিলেন। তারপর থেকেই রাজনীতির গলিতে অনেকটাই কম আনাগোনা ছিল জিষ্ণু কর্তার। উল্লেখ্য ত্রিপুরার ইতিহাসে এই প্রথম রাজ্যপাল হিসেবে নিযুক্তি পেয়েছেন জিষ্ণু কর্তা। গতকাল রাতে এই খবর রাজ্যে প্রচার হতেই উৎফুল্ল রাজ্যবাসী।
What's Your Reaction?






