প্রদ্যুৎতের ভালোবাসার বিরুদ্ধে পাতালের ওয়ার্নিং

পাতাল কন্যাকে ঘিরে প্রদ্যুৎ কিশোরের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিল পাতাল কন্যা।

Jun 9, 2024 - 03:21
Jun 9, 2024 - 21:27
 0  96
প্রদ্যুৎতের ভালোবাসার বিরুদ্ধে পাতালের  ওয়ার্নিং

দ্যা ফ্যাক্ট :- প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা এবং পাতাল কন্যার রাজনৈতিক বাকযুদ্ধ ঊর্ধ্বমুখী। দীর্ঘ বাকযুদ্ধের মধ্যে প্রদ্যুৎ সামাজিক মাধ্যমে জানায় তিনি পাতালকে ভালোবাসেন। পাতাল উনাকে হিংসা করলেও তিনি হিংসা করবেন না। জবাবে পাতালকন্যা প্রদ্যুৎকে ওয়ার্নিং দেন উনার বিরুদ্ধে রাজনৈতিক কুৎসা প্রচার বন্ধ করার জন্য। এদিন প্রদ্যুৎকে রাখি পরানোর ঘোষণা দিলেন পাতাল। 

             সাম্প্রতিক কালে রাজ্য রাজনীতিতে পাতাল কন্যা এবং প্রদ্যুৎ বাকযুদ্ধে অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন। লোকসভা নির্বাচনের পূর্বে প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার বক্তব্যের জবাব দিতে সাংবাদিক সম্মেলন করে প্রদ্যুৎকে তুলোধোনা করেছিলেন পাতাল কন্যা জমাতিয়া। বিজেপি তিপ্রা মথার সাথে রাজনৈতিক চুক্তি করার পরেও পাতাল কন্যা সরাসরি প্রদ্যুতের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন। এই ঘটনার র্রেস কমতে না কমতেই শনিবার প্রদ্যুৎ বিক্রমের তরফে একটি অডিও মেসেজ ভাইরাল হয়। যাতে তিনি বলেছেন তিনি হিংসার বিরুদ্ধে। তিনি পাতাল কণ্যা সহ সবাইকে ভালোবাসেন। পাশাপাশি সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে করা মামলা এখনো চলছে এবং তিনি লড়ে যাবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিজেপি দলের সহ-সভানেত্রী পাতাল কন্যা জামাতিয়া এক অডিও বার্তাতে বলেন উনার নাম ভাঙ্গিয়ে রাজনীতি ছেড়ে দিতে বলেন প্রদ্যুৎকে। তিনি প্রশ্ন করেন এডিসি নির্বাচনের পূর্বে উনার বিরুদ্ধে প্রদ্যুৎ কিশোর কি কারনে রাস্তা অবরোধ, হামলা এবং বিভিন্ন হিংসাত্মক কাজ করিয়েছিল? এদিন পাতাল কন্যা প্রদ্যুৎ কিশোরকে ওয়ার্নিং দিয়ে বলেন উনার নাম করে রাজনীতি বন্ধ করতে হবে। পাশাপাশি পাতাল কন্যা আরো প্রশ্ন করেন উপজাতিদের মধ্যে কি কারনে হিংসা ছড়ানো এবং নিজেদের মধ্যে বিদ্বেষ তৈরি করার কাজ কেন করেছেন প্রদ্যুৎ ? অবশেষে পাতাল বলেন আগামী রাখি বন্ধনের দিন তিনি প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মাকে রাখি পড়াতে যাবেন। সেদিন সবাই দেখবে প্রদ্যুৎ পাতালকে কতটা ভালোবাসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow