জুয়ার আসর থেকে গ্রেফতার ৫ অভিযুক্ত
অভিযুক্ত সহ জুয়ার সামগ্রী ও নগদ অর্থ উদ্ধার করে লেফুঙ্গা থানার পুলিশ।

দ্যা ফ্যাক্ট :- জুয়াবিরোধী অভিযানে সাফল্য পেল লেফুঙ্গা থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে ছেছুরিয়া এলাকা থেকে জুয়া খেলার সাথে জড়িত ৫ অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। বুধবার গভীর রাতে ছেছুরিয়া এলাকাতে একটি ঘরে অভিযুক্তরা জুয়া খেলছিল বলে খবর আসে পুলিশের কাছে। এই ঘরে অভিযান চালায় পুলিশ। জুয়া খেলার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেফতার করার পাশাপাশি তাঁদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী এবং নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। দীর্ঘদিন যাবত তাঁদের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ছিল অবৈধ জুয়া খেলাকে কেন্দ্র করে। বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে এরা জুয়া খেলার আসর বসায়। যার ফলে নিঃস্ব হয়ে যায় এলাকার বহু মানুষ। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস।
What's Your Reaction?






