পাহাড়ে পুড়ছে প্রদ্যুৎতের কুশপুত্তলিকা,পূর্ব আসনে প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে
রাজ্যের পাহাড়ে প্রদ্যুতের কুশপুত্তলিকা দাহ, সমালোচনা, নিন্দা এবং বিক্ষোভ প্রদ্যুৎকে নিয়ে।
দ্যা ফ্যাক্ট:- নিজের বোনকে বিজেপির প্রতীক চিহ্নে লোকসভা নির্বাচনে প্রার্থী করার তৎপরতা তুঙ্গে। অপরদিকে পাহাড়ে প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার কুশপুত্তলিকা দাহ করছে দলীয় কর্মী সমর্থকরা। এই অস্থির পরিস্থিতিতে প্রদ্যুতের বোনকে জিতিয়ে আনা নতুন চ্যালেঞ্জ প্রদ্যুৎতের সামনে।
সর্বশেষ ১৫ দিনে রাজ্য রাজনীতিতে বেশ কিছু নতুন সমীকরণ এসেছে। যে সমীকরণ গুলো সাধারণ ভোটার এবং সাধারণ রাজনৈতিক কর্মীদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। ফলে এই সমীকরণগুলোকে কেন্দ্র করে বিশেষ করে পাহাড়ে বিক্ষোভ দেখা দিয়েছে। প্রথমে দিল্লিতে চুক্তি, মন্ত্রিসভাতে মাথার দুই সদস্য যুক্ত হওয়া এবং বিজেপির প্রতিক চিহ্নে ত্রিপুরার পূর্ব আসন থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার বোন কির্তী সিং এর নাম উঠে আসার ঘটনায় ইতিমধ্যেই ক্ষোভ ধোমায়িত হচ্ছে মাথার বিরুদ্ধে। এই ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ পাহাড়ে পদ্যুতের কুশপত্তলিকা দাহ শুরু হয়েছে। মানুষ প্রদ্যুৎতের রাজনৈতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে একেবারেই নিরাশ হয়ে আছেন। এই অবস্থাতে বিজেপি প্রদ্যোৎতের বোনকে পূর্ব আসনে প্রার্থী করে ভোটের হাওয়া কতটা নিজেদের প্রতিকূলে আনতে পারবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
যদিও সোমবার প্রদ্যুৎ এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব দিল্লি উড়ে গেছেন। সার্বিক পরিস্থিতির নিরিখে বিজেপি এবং প্রদ্যুৎ কোন পথে পা বাড়ায় সেদিকেই তাঁকিয়ে রাজনৈতিক মহল।
তবে টিটিএএডি নির্বাচনে শরিক দল আইপিএফটির উপর ভরসা করে অতিরিক্ত আসন তাদের জন্য ছেড়ে দিয়ে যে ভুল বিজেপি করেছিল, তা থেকে বিজেপির শিক্ষা হয়েছে কিনা তা দেখা যাবে পূর্ব আসনে বিজেপির প্রার্থী বাছাইকে কেন্দ্র করে।
What's Your Reaction?