দিল্লিতে হতে পারে বৈঠক, প্রদ্যুতের অনশন ৪ দিন

স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকের সমাধান হতে পারে আন্দোলনের

Mar 2, 2024 - 17:32
 0  18
দিল্লিতে হতে পারে বৈঠক, প্রদ্যুতের অনশন ৪ দিন
হাতাই কতরে আন্দোলন মঞ্চে বিভো কুমারী দেবী

দ্যা ফ্যাক্ট:-আজ দিল্লিতে বৈঠক হতে পারে মাথা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে। বিগত ৪ দিন যাবত তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত বিক্রম মানিক্য দেববর্মা উনার ঘোষণা অনুযায়ী অনশন করছেন। যদিও এখন পর্যন্ত উনার শারীরিক অবস্থার অবনতি হওয়ার অফিশিয়াল কোন খবর প্রকাশ্যে আসেনি। এদিকে শুক্রবার রাতে দিল্লি উড়ে গেছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, টিটিএএডিসির সিইএম পূর্ণ চন্দ্র জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। যতদূর খবর পাওয়া গেছে আজ রাজ্য সরকার মাথা নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হতে পারে দিল্লিতে। এই বৈঠকে দীর্ঘ আলোচনার মাধ্যমে হয়তোবা এই আন্দোলন কর্মসূচির ইতি হতে পারে। তবে দাবি মানা না মানার বিষয়টি কোন পর্যায়ে গিয়ে সমাধান হয় সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

এদিকে শুক্রবার রাতে হাতাই কতরে আন্দোলন মঞ্চে গেলেন প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার মা বিভো কুমারী দেবী। এখানে আন্দোলনকারীদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করলেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow