দায়িত্ব পালন করে জনগণের মুখে আলোচিত তেলিয়ামুড়ার SDPO
আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে তেলিয়ামুড়ার SDPO-র কঠোর ভূমিকায় সাধুবাদ জনগণের
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা ব্যুরো:-রাজ্যের পুলিশ দপ্তরের এক উদীয়মান আধিকারিক প্রশূণ কান্তি ত্রিপুরা। নিজ এলাকার অবৈধ কার্যকলাপ এবং সমাজ বিরোধীদের বিরুদ্ধে রীতিমতো মাঠে নেমেছেন তিনি। সামাজিক মাধ্যমে উনার কাজের ব্যাপক প্রচার করছেন নিজেই। যা দেখে ইতিমধ্যেই গায়ের জ্বালা শুরু হয়ে গেছে অনেকের।
তেলিয়ামুড়া পুলিশ মহকুমা এলাকায় রয়েছেন প্রশূণ কান্তি ত্রিপুরা। কাজের যোগ দেওয়ার পর থেকেই এলাকার আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নিতে শুরু করেছেন তিনি। দীর্ঘদিনের বেআইনি কার্যকলাপের ট্রেডিশনকে বদলাতে চাইছেন প্রশূণ। আগরতলা শহর ছাড়া মহকুমা এবং জেলা এলাকাগুলোতে বাইক চালক এবং আরোহীদের হেলমেট ব্যবহার নেই বললেই চলে। যদিও বিভিন্ন সময় নিজেদের টার্গেট পুরন করতে নির্দিষ্ট সংখ্যক বাইক চালকদের বিরুদ্ধে জরিমানা আদায় করে থাকেন থানা বাবুরা। কিন্তু আক্ষরিক অর্থে মহকুমা এবং জেলা স্থরে বাইক চালক এবং আরোহীদের বিরুদ্ধে হেলমেট বিরোধী অভিযান পুলিশের তরফে খুব একটা নজরে আসে না। কিন্তু প্রশূণ কান্তি ত্রিপুরা এলাকার নেতা থেকে শুরু করে সাধারণ মানুষদের কেউ হেলমেট পরার জন্য উদ্বুদ্ধ করছেন। সচেতন করছেন হেলমেট না পড়লে জরিমানার পাশাপাশি নিজের জীবন ঝুঁকির বিষয়ে। এখানেই থেমে থাকেননি তিনি।
রাস্তার পাশে যানবাহন আটকে পূজার নামে অর্থ আদায় রীতিমতো ট্রেডিশনে পরিণত হয়েছে। প্রশূণ কান্তি ত্রিপুরা তেলিয়ামুড়াতে কাজের যোগদান করার পরই রাস্তায় গাড়ি আটকে চাঁদাবাজ কারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যেখানেই গাড়ি আটকে চাঁদা আদায় করতে দেখছেন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ছেন। এছাড়াও ড্রাগস ব্যবসায়ী, নেশা কারবারি দের বিরুদ্ধে নিয়মিত অভিযান জারি রেখেছেন তিনি। একজন মহকুমা পুলিশ আধিকারিক যেভাবে মাঠে নেমে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে লড়ছেন তাঁকে কেন্দ্র করে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন তেলিয়ামুড়া বাসি। মহকুমা বাসীর দাবি দীর্ঘদিন পর কোন পুলিশ আধিকারিক মাঠে নেমে এইভাবে আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে কাজ করছেন।
ইতিপূর্বে অমরপুর ডালাক টিএসআর ক্যাম্পে কর্মরত অবস্থায় যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন তিনি। কোন নেতা মন্ত্রী দ্বারা প্রশংসিত না হলেও সাধারণ মানুষ কিন্তু উনার কাজের দারুন ভক্ত হয়ে উঠেছে। স্থানীয়দের দাবি তেলিয়ামুড়ার এসডিপিউর দায়িত্বে যতদিন রয়েছেন এলাকার সমাজদ্রোহীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের মধ্য দিয়ে আইন শৃঙ্খলা পুনর প্রতিষ্ঠা করার।
What's Your Reaction?