কালীবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিল মহকুমা প্রশাসন

পেঁয়াজের দর হাতের নাগালে রাখতে মাঠে নামলো মোহনপুর মহকুমা প্রশাসন

Sep 12, 2023 - 04:09
Sep 12, 2023 - 04:12
 0  47
কালীবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিল মহকুমা প্রশাসন

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা:-বাজারে পেঁয়াজের চড়া দামে লাগাম টানতে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করল মোহনপুর মহকুমা প্রশাসন। বামুটিয়ার কালীবাজারে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির সূচনা করলেন মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত। এই মৌসুমে প্রায় প্রতিবছর পেঁয়াজের মূল্য বৃদ্ধি পায়। যার ফলে বিপাকে পড়তে হয় ক্রেতাদের। এই ধরনের প্রস্তুতি যাতে না আসে তার জন্যই মহকুমা প্রশাসনের এই উদ্যোগ।

             ইতিপূর্বে মহকুমা প্রশাসনের সহযোগিতায় মোহনপুরের হাসপাতাল চৌমুহনীতে কোঅপারেটিভ সোসাইটি পেঁয়াজ বিক্রি শুরু করেছে। এখন পর্যন্ত দুটি স্থানে ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানান মহকুমা শাসক। বাজারে পেঁয়াজ বিক্রিকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই বিভিন্ন বাজারে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য কর্মসূচি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। এরপরেও এলাকার মানুষকে বাড়তি সহযোগিতা দিতে এবং অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখতে এবার সরাসরি মহকুমা প্রশাসনের উদ্যোগে পেঁয়াজ বিক্রয় কেন্দ্রের সূচনা করা হলো। যার মধ্য দিয়ে এলাকার মানুষ দারুণভাবে উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেছেন মহকুমা শাসক সুভাষ দত্ত। বামুটিয়ার কালীবাজার থেকে গ্রামীণ ব্যাংকের উল্টোদিকে প্রতিদিন সকাল ৭টা থেকে ১১টা এবং বিকেল ৪ টা থেকে ৭ টা পর্যন্ত চলবে এই পেঁয়াজ বিক্রি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow