সাফাই কর্মীদের নিয়ে পুর পরিষদের প্রীতিভোজ, ভেটকি মাছের পাতুরি বানালেন রতন লাল নাথ

জাতীয় স্তরে পুরস্কৃত মোহনপুর পুর পরিষদ, প্রীতিভোজে ব্যতিক্রমী ভূমিকায় মন্ত্রী

Feb 2, 2024 - 05:00
Feb 2, 2024 - 06:49
 0  50
সাফাই কর্মীদের নিয়ে পুর পরিষদের প্রীতিভোজ, ভেটকি মাছের পাতুরি বানালেন রতন লাল নাথ
সরিষা বাটা দিয়ে ভেটকি মাছের পাতুরি তৈরি করছেন মন্ত্রী রতন লাল নাথ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট:-ভেটকি মাছের পাতুরি বানালেন মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রিসভা থেকে সরাসরি ভেটকি মাছের রেসিপি তৈরিতে তিনি কোন অংশেই যে কম নন তা দেখিয়ে দিলেন। সরিষা মাখা ভেটকি মাছ ফয়েল পেপারে মোড়ে নিজ হাতে প্রস্তুত করলেন পাতুরির জন্য। মোহনপুর পুর পরিষদের সাফাই কর্মী, আধিকারিক এবং অন্যান্য কর্মীদের সাথে প্রীতিভোজে এই পারদর্শিতা দেখালেন মন্ত্রী।

             

  সম্প্রতি স্বচ্ছতার নিরিখে গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম স্থান দখল করেছে মোহনপুর পুর পরিষদ। ১৫ হাজার থেকে ২৫ হাজার জনসংখ্যার ক্যাটাগরিতে স্বচ্ছতার নিরিখে জাতীয় স্তরে এই এই পুরস্কার আনতে সফল হয়েছে মোহনপুর পুর পরিষদ।মোহনপুর পুর পরিষদ গঠিত হওয়ার প্রায় ১০ বছরের মধ্যে জাতীয় স্তরে এই ধরনের পুরস্কার রাজ্যের নাম উজ্জ্বল করেছে।

 যে সমস্ত সাফাই কর্মীরা দিনরাত, ঝড় বৃষ্টি এক করে দিয়ে মোহনপুরকে স্বচ্ছ রাখার কাজে ভূমিকা নিয়েছেন, তাঁদের ঘামের বিনিময়ে এই সাফল্য। আর তাঁদের ছাড়া এই সাফল্যের আনন্দ উপভোগ করা একেবারেই বেমানান। ফলে এই সাফল্যের আনন্দ ভাগ করে নিতে মোহনপুর পুর পরিষদের সমস্ত সাফাই কর্মী, তাদের পরিবারের সদস্য সদস্যা, অন্যান্য কর্মচারী এবং আধিকারিকরা প্রীতিভোজের মিলিত হয়েছেন। তাতে উপস্থিত ছিলেন মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ। এই প্রীতিভোজে মেনুতে ছিল ভেটকি মাছের পাতুরি। মন্ত্রী নিজ হাতে ভেটকি মাছের পাতুরি বানাতে এগিয়ে আসেন। একেবারেই পেশাগত এবং নেশাগত কাজের বিপরীত কুলে গিয়ে ভেটকি মাছের পাতুরি তৈরিতে পারদর্শিতা দেখালেন রতন লাল নাথ। যা দেখে অত্যন্ত আপ্লুত সাফাই কর্মীরা সহ উপস্থিত সকলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow