বামুটিয়ায় যুবতীদের অশ্লীল ছবি তৈরি দেহ ব্যবসার চাপ, গ্রেপ্তার যুবক

যুবতীদের আপত্তিকর ছবি তৈরি করে দেহ ব্যবসার চাপ দিত অমিত সরকার নামে এক যুবক। অবশেষে পুলিশে অভিযোগ করার পর অভিযুক্ত অমিত সরকারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

Jul 4, 2025 - 11:50
Jul 4, 2025 - 15:58
 0  102
বামুটিয়ায় যুবতীদের অশ্লীল ছবি তৈরি দেহ ব্যবসার চাপ, গ্রেপ্তার যুবক
যুবতীদের প্রতারণা করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার যুবক অমিত সরকার।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- এলাকার যুবতীদের অশ্লীল ছবি তৈরি করে প্রতারণা করার দায়ে গ্রেপ্তার এক যুবক। অভিযুক্তের নাম অমিত সরকার। ঘটনা বাবুটিয়ার রাঙ্গুটিযার রাঙ্গুটিয়ায়।

দীর্ঘদিন যাবত বামুটিয়ার গাঙ্গুটিয়া, রঞ্জিত পাঠশালা, কালীবাজার সহ বিভিন্ন এলাকার যুবতীদের কুপ্রস্তাব দিয়ে আসছিল রঞ্জিত পাঠশালা গ্রামের অমিত সরকার উরফে রাহুল। সম্প্রতি এই এলাকার এক যুবতী এই বিষয়ে পুলিশের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে পুলিশ। তার মোবাইলে তল্লাশি চালিয়ে হতবাগ পুলিশ। তার মোবাইলের ভেতর বামুটিয়া এলাকার অন্তত ১০ থেকে ১২ জন মেয়ের অশ্লীল ছবি পাওয়া গেছে। এরমধ্যে একজন মেয়ের সাথে সে অশ্লীল কাজ করার সময় এই ছবিগুলোকে ক্যামেরা বন্দি করেছে। বাকি মেয়েদের ছবিগুলো সে নিজে এডিট করে তৈরি করেছে। অভিযোগ এলাকার এক যুবতীকে প্রায় এক বছর পূর্বে দৈহিক সম্পর্ক করার প্রস্তাব দেয় অমিত। এমনকি দৈহিক ব্যবসা করার জন্য যুবতীকে চাপ দেওয়া হয়। তাতে রাজি হয়নি যুবতী। তারপরই সামাজিক মাধ্যমে এই যুবতীর বিরুদ্ধে কুৎসা রটানোর কাজ শুরু করে অমিত। এই বিষয়ে পুলিশে অভিযোগ করা হলেও দীর্ঘদিন যাবত পুলিশের তরফ করে তেমন কোন হেলদোল ছিল না। কিন্তু সম্প্রতি মহিলা থানায় একটি অভিযোগ করার পর তাঁকে আটক করে পুলিশ। তখনই তার মোবাইলের ভেতর থেকে পাওয়া যায় তার অসামাজিক কার্যক্রমের প্রমাণ। ইতিমধ্যেই এই বিষয়ে সাইবার ক্রাইম থানাতে অভিযোগ করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ সঠিক তদন্তক্রমে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow