হাতাই কতরে দিল্লির বার্তার অপেক্ষায় মথা সমর্থক, কার্যত অনশন মঞ্চে হলো না অনশন

অনশন মঞ্চ থেকে দিল্লি উড়ে গেলেন প্রদ্যুৎ, মঞ্চ না ছাড়ার নির্দেশ কর্মীদের।

Feb 29, 2024 - 02:17
 0  42
হাতাই কতরে দিল্লির বার্তার অপেক্ষায় মথা সমর্থক, কার্যত অনশন মঞ্চে হলো না অনশন
হাতাই কতরে অনশন মঞ্চে প্রদ্যুৎ বিক্রম মানিক দেববর্মা।

দ্যা ফ্যাক্ট:-অনশন মঞ্চে বসার আগেই দিল্লির ফোন পেয়ে মঞ্চ ত্যাগ করল প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। রাত ৯ টা পর্যন্ত দিল্লি থেকে কোন বার্তা পৌঁছায়নি হাতাই কতরে। এদিকে রাজ্য ত্যাগ করার আগে প্রদ্যোৎ দলীয়কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে গেছেন দিল্লি থেকে না ফেরা পর্যন্ত মঞ্চ না ছাড়তে।

পূর্ব ঘোষণা মোতাবেক বুধবার হাতাই কতরে মঞ্চ তৈরি হয়েছিল অনশন করার জন্য। কিন্তু দিল্লির ফোন আসায় প্রাথমিক ফটো সেশন শেষে দিল্লি উড়ে গিয়েছিলেন প্রদ্যুত। যে দাবীকে সামনে রেখে এই অনশন করার কথা ছিল আখেরে বুধবার দিনভর অনশন কর্মসূচিতে দেখা গেল না প্রদ্যুৎ বিক্রম মানিক কর্তব্য আমাকে। এদিকে দিল্লি থেকে কি বার্তা আসে সেই অপেক্ষায় অনশন মঞ্চে অপেক্ষায় রয়েছেন তিপ্রা মথা দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow