কৃষ্ণপুর চা বাগানে বিকাশ দেবনাথ খুন কাণ্ডে ৩ অভিযুক্তকে গ্রেফতার করলো সিধাই থানা

গত ২৮ জুন সিধাই থানার অন্তর্গত কৃষ্ণপুর চা বাগান থেকে বিকাশ দেবনাথ নামে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। উনার বাড়ি মোহনপুরের গোপালনগর এলাকায়। উনাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল। এই ঘটনার সাথে জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল সেটাই থানার পুলিশ।

Jul 5, 2025 - 23:34
 0  27
কৃষ্ণপুর চা বাগানে বিকাশ দেবনাথ খুন কাণ্ডে ৩ অভিযুক্তকে গ্রেফতার করলো সিধাই থানা
গোপাল দেবনাথ খুন কাণ্ডে তিন অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সুন্দর টিলা ফাঁড়ির অন্তর্গত কৃষ্ণপুর চা বাগানের লতামিয়া গ্রামে বিকাশ দেবনাথ খুন কাণ্ডে অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হল পুলিশ। শনিবার সিধাই থানায় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হল প্রতোষ দেববর্মা, সুইহিং দেববর্মা এবং বিক্রম দেববর্মা। প্রয়াত বিকাশ দেবনাথের ই রিক্সা লুট করে নেওয়ার উদ্দেশ্যে এই খুনকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রি প্রসাদ দাস। কিন্তু ঘটনার পেছনে অন্য রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে। 

গত ২৭ জুন থেকে নিখোঁজ ছিল মোহনপুরের গোপালনগরের দেবনাথ পাড়ার বিকাশ দেবনাথ নামে এক ব্যক্তি। ২৮ তারিখ সিমনা বিধানসভার লতামিয়া গ্রামের জঙ্গল থেকে উদ্ধার হয় উনার রক্তাক্ত দেহ। পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে প্রায় ছয় থেকে সাত জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরবর্তীতে গ্রেপ্তার করেছে তিন অভিযুক্তকে। প্রতোষ দেববর্মা এবং সুইহিং দেববর্মাকে দারোগামোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের জবান বন্দীর ওপর ভিত্তি করে বিক্রম দেববর্মাকে বুধজং নগর থানার অন্তর্গত দুর্গা চৌধুরীপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রয়াত বিকাশ দেবনাথের ই রিক্সা। পুলিশের দাবি বিকাশের ই রিকশা লুট করার উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে। তবে এই খুনকান্ডের পেছনে নারী গঠিত একটি অপরাধের আভাস পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রে। শনিবার অভিযুক্তদের দিয়ে গোটা খুনের ঘটনার পুনঃনির্মাণ করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রি প্রসাদ দাস জানান এই ঘটনার সাথে আরো অভিযুক্ত গ্রেফতার হতে পারে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারী এবং সুন্দর টিলা ফারির ওসি ধ্রুবজয় রিয়াং।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow