কংগ্রেস ভবনে মথার প্রতিষ্ঠাতা, শুরু হয়েছে নয়া সমীকরণের জল্পনা

কংগ্রেস ভবনে মথার প্রতিষ্ঠাতা, শুরু হয়েছে নয়া সমীকরণের জল্পনা তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা আজ সন্ধ্যায় স্বশরীরে হাজির প্রদেশ কংগ্রেস ভবনে। সেখানে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে বৈঠক করেছেন তিনি। কংগ্রেস দলকে দিয়েছেন ফ্ল্যাগ এবং ফেস্টুন। রাজনৈতিক সমীকরণ না‌ খোঁজার পরামর্শ দিলেন পদ্ধতি।

May 14, 2025 - 23:21
May 14, 2025 - 23:44
 0  8
কংগ্রেস ভবনে মথার প্রতিষ্ঠাতা, শুরু হয়েছে নয়া সমীকরণের জল্পনা
ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সুদীপ রায় বর্মনের সাথে সাক্ষাৎ করলেন প্রদ্যুৎ।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- তিপ্রামথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা হঠাৎ উপস্থিত ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। যদিও পুরানো সম্পর্ক এবং পোড়ানো কমিটমেন্ট রক্ষা করা স্বার্থেই তিনি কংগ্রেস ভবনে এসেছেন বলে জানিয়েছেন। তবে কংগ্রেস দলকে প্রচুর পরিমাণ ফ্ল্যাগ এবং ফেস্টুন দিয়েছেন প্রদ্যুৎ।

বর্তমান রাজ্য সরকার দুটি সরিক দলকে সাথে নিয়ে রাজ্যের শাসন কার্য চালিয়ে যাচ্ছে। আইপিএফটি এবং তিপ্রামথার‌ বিধায়করা মন্ত্রিসভায় রয়েছেন। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় তিপ্রা প্রদেশ কংগ্রেস ভবনে গেলেন মাথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রমণ করতে দেববর্মা। সেখানে বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে সাক্ষাৎ করেছেন প্রদ্যুৎ। বেশ কিছুটা সময় দুই নেতৃত্বের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে চলে আলাপচারিতা। তবে দুজনের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়টি এখনো প্রকাশ্যে আসেনি। যদিও প্রদ্যুৎ জানিয়েছেন পুরানো সম্পর্কের টানে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন তিনি। পাশাপাশি কংগ্রেস দলকে ফ্লেগ ফেস্টুন দিয়ে তিনি সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow