আলবিদা বলাই গোস্বামী.......

অগণিত মানুষের ভিড় এবং চোখের জল বিদায় জানালো পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীকে।

Feb 14, 2025 - 22:59
 0  25
আলবিদা বলাই গোস্বামী.......
বামুটিয়া ব্লক প্রাঙ্গণে অন্তিম যাত্রা বলাই গোস্বামীর। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- চোখের জল, দীর্ঘ নিঃশ্বাস আর অকৃত্রিম ভালবাসায় বামুটিয়ার নেতা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীকে আলবিদা জানালো বামুটিয়ার মানুষ। বামুটিয়া ব্লক প্রাঙ্গনে কয়েক হাজারো জনতার ভিড়ে অন্তিম শ্রদ্ধা দেওয়া হলো বলাই গোস্বামীকে। বিরোধী থেকে শাসক সম্মান জানালেন সকলেই।

                 ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতির হাতে খড়ি হয়েছিল বলাই গোস্বামী। দীর্ঘ কয়েক দশক কংগ্রেস ঘরানার রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। সর্বশেষ বেশ কয়েক বছর বিজেপি রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। বিশেষ করে নির্বাচনের প্রশাসনিক কাজে অত্যন্ত দক্ষ হিসেবে সুনাম ছিল উনার। সর্বশেষ ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এই প্রথম নির্বাচিত হয়েছেন তিনি। দায়িত্ব পালন করছিলেন জেলা সভাধিপতির। এরই মধ্যে উনার মৃত্যুর খবর শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যজুড়ে। শুক্রবার দুপুরে এমবিবি বিমানবন্দর থেকে উনার মরদেহ আনা হয়েছে বামুটিয়া ব্লক প্রাঙ্গনে। বাম বিধায়ক নয়ন সরকার উনাকে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি দাবি করেছেন উনার মৃত্যুতে বামুটিয়ার ক্ষতি হয়েছে। অন্যদিকে বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার, বামুটিয়ার বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এদিন অন্তিম শ্রদ্ধা নিবেদন করেছেন। বামুটিয়া এলাকার কয়েক হাজার মানুষ এদিন এলাকার অত্যন্ত প্রাচীন নেতাকে অন্তিম বিদায় জানাতে হাজির হয়েছিলেন। এদিকে মন্ত্রী রতন লাল নাথ বলেন নির্বাচনী কাজ পরিচালনার জন্য গোটা রাজ্যের মধ্যে জনা দশেক দক্ষ ব্যক্তিত্বের মধ্যে একজন বলাই গোস্বামী। উনার মৃত্যু স্বাভাবিকভাবেই দলের একটি বিশাল ক্ষতি হয়েছে। তিনি যেভাবে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছিলেন সেগুলিও অসম্পূর্ণ রয়ে গেল বলে মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে জেলাশাসক ডঃ বিশাল কুমার বলেন শ্রী গোস্বামী একজন ভালো মানুষ এবং দক্ষ প্রশাসক ছিলেন। তিনি যে সমস্ত উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছিলেন সেগুলো বর্তমানে সম্পূর্ণ করা প্রত্যেকের দায়িত্ব। সে কাজগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন জেলা শাসক।

বামুটিয়া ব্লক থেকে গান্ধীগ্রামে সমাজবাদী সংঘ, বিজেপি প্রবেশ কার্যালয়, টিআরটিসি, জেলা পরিষদ কার্যালয়, রামনগরে উনার নিজ বাসভবন সহ বিভিন্ন স্থানে অন্তিম শ্রদ্ধা নিবেদনের পর বটতলার মহাশ্মশানে সম্পন্ন হয়েছে অন্তিমক্রিয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow