ইতিহাস মুছে জাতির পিতার নাম বদলে দিল বাংলাদেশ
গণতন্ত্রের গলা টিপে ভুয়া স্বাধীনতার নামে দেশের ইতিহাস মুছেদিতে তৎপর ইউনূসরা।
দ্যা ফ্যাক্ট : বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়ার পর জাতির পিতার নাম বদলে দিল। যে বাংলাদেশে জাতির পিতা হিসেবে সারা পৃথিবী বঙ্গবন্ধু শেখ মুজিবরকে এতদিন চিনত আজ তার পরিবর্তন হলো। দেশের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের পোস্টার পরিবর্তন করে দেওয়া হয়।সেই জায়গায় লাগানো হলো জাতির পিতা হযরত ইব্রাহিম (আ)।
বর্তমানে বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে এই সরকার আগাগোড়া ওই দেশের স্বাধীনতা বিরোধী তা শুরুতেই তাঁদের কাজের নিরিখে বুঝিয়ে দিল। গোটা পৃথিবীর কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী হিসেবে সম্মানিত। অথচ বর্তমানে দেশে নির্বাচিত সরকারকে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আঘাত আনা হলো শেখ মুজিবরের উপর। শেখ মুজিবরের সমস্ত ইতিহাস ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবরের নাম মুছে ফেলা হচ্ছে। ঘোষণা দেওয়া হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম (আ)। প্রশ্ন উঠছে এই সিদ্ধান্ত বাংলাদেশের সমস্ত অংশের জাতি ধর্ম নির্বিশেষে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে তো? কারণ এই দেশে বিভিন্ন ধর্মের মানুষের বাস। এই অন্যায়েরের বিরুদ্ধে গোটা দেশে যেভাবে বিক্ষুব শুরু হয়েছে তাতে এই অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের স্থায়িত্ব কতদিন হয় তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দাবি উঠছে এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কদিন হবে এই বিষয়টি সুনিশ্চিত করার জন্য। যার মধ্য দিয়ে দেশে পুনরায় গণতান্ত্রিক পরিকাঠামো ফিরে আসতে পারে।
What's Your Reaction?