অ্যান্ড্রোরেন্স সামাজিক সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে জুতো মোজা বিতরণ

শিশু দিবস উপলক্ষে মোহনপুরের গোপালনগর টিই এসবি স্কুলে শিক্ষার্থীদের মধ্যে জুতো মোজা বিতরণ করল এন্ড্রোরেন্স সামাজিক সংস্থা। সংস্থার এই উদ্যোগে খুশি শিক্ষার্থীরা।

Nov 14, 2025 - 23:17
Nov 14, 2025 - 23:17
 0  32
অ্যান্ড্রোরেন্স সামাজিক সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে জুতো মোজা বিতরণ
শিশু দিবসে শিক্ষার্থীদের জুতো মোজা প্রদান করল এন্ডোরেন্স। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- শিশু দিবস পালনের অঙ্গ হিসেবে এন্ডুরেন্স সামাজিক সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে জুতো এবং মুজা। মোহনপুরের গোপালনগর টিই এস বি স্কুলের বিতরণ করা হয়েছে জুতো এবং মুজা। বিশেষ করে শীতের মৌসুমে স্বাচ্ছন্দ্যে যাতে পায়ে হেঁটে স্কুলে আসতে পারে তার জন্য‌ই এই উদ্যোগ দেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনপুর বিদ্যালয় পরিদর্শক বন্দন দেববর্মা, স্থানীয় পঞ্চায়েত প্রধান সমীর দত্ত, এসএমসির চেয়ারম্যান সহ অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow