TTAADC-র অধীনস্থ কর্মচারীরা বেতন শূন্য, মাসের ৪ তারিখে স্বল্প বেতনের কর্মচারীদের নাভিশ্বাস
বেতন না পেয়ে ক্ষুব্ধ এডিসির কর্মচারীরা
দ্যা ফ্যাক্ট ব্যুরো :-চলতি মাসের ৪ তারিখ অতিবাহিত হতে চললেও বেতন পায়নি টিটিএএডিসির অধীনস্থ সরকারি কর্মচারীরা। যেখানে প্রতিমাসের ১-তারিখে কর্মচারীরা বেতন পেয়ে থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে টিটিএএডিসির অধীনস্থ সরকারি কর্মচারীদের বেতন না হওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে কর্মচারীদের মধ্যে জল্পনা।
এই ঘটনাকে কেন্দ্র করে কর্মচারীরা আন্দোলনমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন TEF-র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পুলেন দেববর্মা। তিনি বলেন মাসের ৪ তারিখ অতিবাহিত হতে চললেও কর্মচারীদের হাতে এখনো গত মাসের পারিশ্রমিক এসে পৌঁছায়নি। এতে করে যারা স্বল্প বেতনে চাকরি করছেন তাদের পরিবারে চরম সমস্যা দেখা দিয়েছে। এই আর্থিক সমস্যা নিরসনে অতিসত্বর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন পুলেন দেববর্মা সহ কর্মচারী মহল।
What's Your Reaction?