১৮-র পর ভোট রাজনীতির ময়দানে সক্রিয় বিপ্লব,ভোট চাইলেন জনতার কাছে
রাজ্যে ফিরে লোকসভা নির্বাচনেকে সামনে রেখে সাংবাদিক সম্মেলনে ভোট প্রার্থী বিপ্লব কুমার দেব
দ্যা ফ্যাক্ট:-২০১৮ নির্বাচনের পর আবার ময়দানে নেমে ভোট চাইলেন বিপ্লব কুমার দেব। বুধবার রাজ্যে ফিরে লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী হিসেবে বিজেপি প্রদেশ কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যবাসীর কাছে ভোট প্রার্থনা করেন তিনি। দাবি করেন উনাকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির হাতকে আরো মজবুত করতে।
সম্প্রতি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিপ্লব কুমার দেবের নাম ঘোষণা করেছে বিজেপি। যদিও তিনি রাজ্যসভার সাংসদ পদে রয়েছেন। মুখ্যমন্ত্রীর পদ যাওয়ার পর সেই অর্থে রাজ্য রাজনীতিতে বিপ্লব কুমার দেবকে দেখা যায়নি। লোকসভা নির্বাচনে উনার নাম ঘোষণা হওয়ার পর বুধবার এমবিবি বিমানবন্দর থেকে দলীয় কর্মী সমর্থকরা রেলির মাধ্যমে উনাকে স্বাগত জানান। পরবর্তী সময়ে বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিপ্লব কুমার দেব বলেন উনার কোন পরিচিতি ছিল না। রাজ্যের মানুষ উনাকে ভালোবাসা দিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিল। আজ সারা দেশের মানুষ উনাকে চেনেন। তিনি আহ্বান করেন পুনরায় রাজ্যের মানুষ উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সর্বভারতীয় স্তরে বিজেপিকে আরও শক্তিশালী করতে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
What's Your Reaction?