হেজামারায় যানবাহনের উপর ঢিল ছুড়ল দুষ্কৃতীরা, আতঙ্ক জানচালকদের
সিধাই থানার অন্তর্গত হেজামারা এলাকায় জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহনের ওপর ইট এবং পাথর দিয়ে ঢিল ছুড়ল দুষ্কৃতীরা। এতে গাড়ির কাচ ভেঙ্গে যায়। যদিও কোন যান চালক বা যাত্রী হতাহতের কোন ঘটনা ঘটেনি।
দ্যা ফ্যাক্ট :- ফের জাতীয় সড়কে যানবাহন চলাচলে আতঙ্ক! হেজামারা এলাকায় জাতীয় সড়কে যানবাহনের ওপর আক্রমণ করল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে এই এলাকা দিয়ে যানবাহন যাওয়ার সময় ইট এবং পাথর দিয়ে গাড়িতে ঢিল ছোরা হয়। ঘটনাস্থলে পৌঁছায় সিধাই থানার পুলিশ। যদিও অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম। অনেকগুলো গাড়ির গ্লাস ভেঙে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে যানচালক এবং যাত্রীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। কে বা কারা এই ঘটনাটি সংঘটিত করেছে সেই তথ্য এখনো সামনে আসেনি। গভীর রাতে যানবাহন যাওয়ার সময় জঙ্গলে ভেতর থেকে গাড়িগুলোর উপর ঢিল ছোড়া হয়। ধারণা করা হচ্ছে এলাকার নেশাখোর যুবকেরা এই ঘটনা সংঘটিত করেছে। রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
What's Your Reaction?