হাতাই কতরে অনশন মঞ্চ তৈরীর কাজ চলছে, দিল্লিতে অবস্থান করছেন প্রদ্যুৎ
পূর্ব ঘোষণা অনুযায়ী হাতাই কতরে অনশন মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়েছে
দ্যা ফ্যাক্ট:- প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার ঘোষনা অনুযায়ী অনশন কর্মসূচির স্থান তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। বড়মুরায় হাতাই কতরে আগামী ২৮ তারিখ থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রবিবার জরুরী তলবে দিল্লী উড়ে গেছেন প্রদ্যুৎ।
যখনই একেকটা নির্বাচন ঘনিয়ে আসে তিপ্রা মথা দল একেকটা নতুন এজেন্ডাকে সামনে রেখে ময়দানে নামে। কখনো গ্রেটার তিপ্রা ল্যান্ড, কখনো রোমান হরফ, আবার কখনো সাংবিধানিক সমাধান। এবার সাংবিধানিক সমাধানকে সামনে রেখে অনশন করার ঘোষণা দিল দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা। সামাজিক মাধ্যমে এই ঘোষণার প্রচার হওয়ার পর রবিবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে। অন্যদিকে হাতাই কতর এলাকায় অনশন মঞ্চ তৈরীর কাজ দ্রুত গতিতে চলছে। রবিবার রাতে বিধায়িকা স্বপ্ন দেববর্মা, টিটিএএডিসির ইএম কমল কলই এবং দলের নেতৃত্বরা প্রস্তুতি খতিয়ে দেখেন। পাশাপাশি রাজ্য পুলিশের আধিকারিকরাও প্রস্তুতির স্থান পরিদর্শন করেছেন। যদিও এখন পর্যন্ত এই বিষয়কে কেন্দ্র করে রাজ্য সরকারের তরফে কোন ধরনের প্রতিক্রিয়া আসেন।
What's Your Reaction?