হক বুঝে নিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেফুঙ্গা ব্লকে মথার ডেপুটেশন

১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে লেফুঙ্গা ব্লকে ডেপুটেশন তিপ্রা মথার

Aug 24, 2023 - 01:52
Aug 24, 2023 - 12:38
 0  22
হক বুঝে নিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেফুঙ্গা ব্লকে মথার ডেপুটেশন

দ্যা ফ্যাক্ট ব্যুরো:-লেফুঙ্গা ব্লক এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেফুঙ্গা ব্লকের ভিডিওর নিকট ১৪ দফা দাবিতে ডেপুটেশন প্রদান তিপ্রা মথা দলের। বুধবার লেফুঙ্গা এলাকায় দাবি আদায়ের লক্ষ্যে মিছিলের পর ব্লকে এসে ডেপোটেশন প্রদান করা হয়। হুঁশিয়ারি দেওয়া হয় অতিসত্বর দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে গোটা রাজ্যে।

                               তিপ্রা মথা দলের উদ্যোগে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপোটেশনের পূর্বে এলাকায় মিছিল সংগঠিত করে দলিয় কর্মী-সমর্থকরা। পরে লেকুঙ্গা ব্লকের সামনে পুলিশ এবং ডেপোটেশন কারিদের মধ্যে বিরিকেট ভাঙ্গাকে ঘিরে হয় ধস্তাধস্তি।মতাদলের উদ্যোগে টিটিএএডিসিতে ক্ষমতায় থেকেও অনেকটা ক্ষমতাহীন তিপ্রা মথা দল। বিগত আড়াই বছরের বেশি সময় যাবত ভিলেজ কমিটি গুলোতে নির্বাচন না হওয়ায় তিপ্রা মথা তার দলের প্রতিনিধিদের ভিলেজ কাউন্সিলে বসাতে পারছে না। ফলে ব্লক স্তরে তাদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। এই অভিযোগ এনে অতিসত্বর ভিলেজ কাউন্সিল নির্বাচন করার দাবি করলেন ইএম রবীন্দ্র দেববর্মা। বুধবার ডেপুটেশনের দাবিগুলোকে কেন্দ্র করে তিনি বলেন এডিসি এলাকায় পানীয় জলের ব্যাপক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে লেফুঙ্গা ব্লক এলাকাতে সাধারণ মানুষের জলের সমস্যা গুলো অতিসত্বর সমাধান করার দাবি করেন তিনি। অভিযোগ করেন বয়স্করা তাদের ৬০ বছর অতিক্রান্ত হলেও প্রত্যেকে এখনো সামাজিক ভাতা পাচ্ছেন না। রেশনে পুনরায় অতিরিক্ত চাল প্রদানের দাবি, রাস্তাঘাট নির্মাণ সমেত মোট ১৪ দফা দাবিতে এদিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান রবীন্দ্র দেববর্মা। তবে দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে দাবি আদায়ের লক্ষ্যে গোটা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা বললেন তিনি। ডেপুটেশনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিটিএএডিসির ইএম রুনিয়াল দেববর্মা, মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী তাপস দেব এবং অন্যান্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow