স্বর্ণের হার চুরির দায়ে গ্রেফতার ২, চুরির হার উদ্ধারা করলো সিধাই থানার পুলিশ

সিধাই থানার অন্তর্গত ইন্ডাস্ট্রি বাজার এলাকায় বাড়ির লোকেদের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে স্বর্ণের হার চুরি করে পালিয়ে যায় দুই অভিযুক্ত। রবিবার পুলিশে অভিযোগ দায়ের করার পর অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণের হার।

May 5, 2025 - 23:59
May 6, 2025 - 00:03
 0  26
স্বর্ণের হার চুরির দায়ে গ্রেফতার ২, চুরির হার উদ্ধারা করলো সিধাই থানার পুলিশ

দ্যা ফ্যাক্ট :- বাড়ির লোকেদের অনুপস্থিতিতে ঘর থেকে স্বর্ণের হার চুরি। পুলিশে অভিযোগ দায়ের করার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার অভিযুক্তরা। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া স্বর্ণের হার। চুরির মামলা গ্রহণ করে অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে সিধাই থানার পুলিশ।

                           সিধাই থানার অন্তর্গত ইন্ডাস্ট্রি এলাকা লিপিকা দেববর্মার বাড়ি থেকে একটি স্বর্ণের হার চুরি হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। রবিবার এই বিষয়ে অভিযোগ করা হয়েছে সিধাই থানায়। পুলিশ তদন্ত নেমে সন্দেহভাজন দুই যুবককে আটক করে। অভিযুক্তরা হল রিকুশ দেববর্মা এবং জাহ উজাহার। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়ে স্বর্ণের হার উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। ১৮ গ্রাম ওজনের স্বর্ণের হার চুরির পর পুলিশের কাছে ফেরত দিয়েছে অভিযুক্তরা। ইতিমধ্যেই দুজনের বিরুদ্ধে চুরির মামলা গ্রহণ করে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মঙ্গেশ পাটারি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow