স্পোর্টস স্কুলে উদ্ধার আলিসার দেহ, বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ করলেন মন্ত্রীর
সম্প্রতি স্পোর্স স্কুলের কৃতি ছাত্রী আলিশা দেববর্মার মৃতদেহ উদ্ধার হয়েছে। বুধবার তার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মন্ত্রী রতন লাল নাথ।
দ্যা ফ্যাক্ট :- স্পোর্টস স্কুল থেকে আলিশা দেববর্মার মৃতদেহ উদ্ধারের পর তার বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করলেন মন্ত্রী রতন লাল নাথ। বুধবার লেফুঙ্গায় আলিসার বাড়িতে বাবা-মায়ের সাথে কথা বললেন তিনি। আশ্বাস দিয়েছেন মৃত্যুর পেছনে কোন রহস্য বা চক্রান্ত থাকলে সে বিষয়টি প্রকাশ্যে আনার ক্ষেত্রে সহযোগিতা করার। পাশাপাশি তদন্তকারী পুলিশ আধিকারিককে নির্দেশ দিয়েছেন গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার।
সম্প্রতি স্পোর্টস স্কুল থেকে আলিসা দেববর্মা নামে এক নাবালিকা ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা হোস্টেল চত্বরে। পরিবারের তরফে এই মৃত্যুকে কেন্দ্র করে সন্দেহ প্রকাশ করা হয়েছে। অভিযোগ ঘটনার দিন পরিবারের লোকেদের সাথে অত্যন্ত অশালীন ব্যবহার করেছেন ওয়ারডেন রুমিতা দেববর্মা। পরিবারের লোকেদের অভিযোগ এই মৃত্যুর পেছনে ওয়ার্ডেন অথবা কর্তৃপক্ষের কোন না কোন ভাবে ভূমিকা রয়েছে। বুধবার মন্ত্রীর কাছে পরিবারের লোকেরা গোটা বিষয়ে অভিযোগ করেছেন। এদিকে বুধবার এই বিষয়ে পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। মন্ত্রী বলেন এই মৃত্যুর ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করার পাশাপাশি এই মৃত্যুর রহস্য উন্মোচনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন টিটিএটিসির ইএম রুনিয়াল দেববর্মা, লেফুঙ্গা বিএসি চেয়ারম্যান রণবীর দেববর্মা সহ অন্যান্যরা।
What's Your Reaction?