সুনামুড়ায় নিজের কন্যা সন্তানকে হত্যার দায়ে গারদে মা

সুনামুড়া থানার অন্তর্গত রাম পদপাড়া এলাকায় নিজের কন্যা সন্তানকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। পুলিশ লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর গ্রেফতার করেছে অভিযুক্তকে।

Aug 10, 2025 - 23:59
Aug 11, 2025 - 00:06
 0  15
সুনামুড়ায় নিজের কন্যা সন্তানকে হত্যার দায়ে গারদে মা
নিজের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে খুনের দায় গ্রেফতার মা।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ উঠল মার বিরুদ্ধে। অভিযোগ হাতে পেয়ে অভিযুক্ত মাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা সুনামুড়া থানার অন্তর্গত রাম পদ পাড়ায়। অভিযুক্তের নাম সুচিত্রা দেববর্মা। 

                রবিবার কাক ভোরে নিজের কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠল তার জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। নিজ ঘরের ভেতর ভোর আনুমানিক পাঁচটা নাগাদ নিজের কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ মা সুচিত্রা দেববর্মার বিরুদ্ধে। এই বিষয়টি বাড়ির অন্যান্যরা জানতে পেরে খবর দেয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর শ্বশুর ননী দেববর্মা। উনার অভিযোগ মূলে প্রাথমিক তদন্ত শেষে প্রয়াত শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এই ঘটনার পেছনে আরো একজনের প্ররোচনা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁকেও জালে তোলার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে সুনামুড়া থানার পুলিশ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow