সিপিআই(এম) সদর মহকুমার ২৪ তম সম্মেলন শুরু
ভানু ঘোষ স্মৃতি ভবনে সিপিআই(এম) সদর মহকুমার সম্মেলনে বক্তব্য রাখলেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
দ্যা ফ্যাক্ট :- সিপিআইএম সদর মহকুমার ২৪ শুরু হয়েছে রবিবার। দুদিন ব্যাপী এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন দলের নিয়ম নীতি এবং সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করলেন শ্রী চৌধুরী।
মেলার মাঠে ভানু ঘোষ স্মৃতি ভবনে শুরু হয়েছে সিপিআই(এম) সদর মহকুমা ২৪ তম সম্মেলন। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর পর অনুষ্ঠিত হয় এই সম্মেলন। দলের অঞ্চল স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তর পর্যন্ত একই প্রক্রিয়াতে সম্মেলন অনুষ্ঠিত হয় বলে জানালেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি জানান আরো ৫ টা দল থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এই দল এটি। ভারতবর্ষে সর্বভারতীয় এবং আঞ্চলিক যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে সেগুলোর চাইতে সিপিআই(এম) দলে সর্ববৃহৎ গণতন্ত্র রয়েছে । যা অনেক দলে একেবারেই নেই বলে দাবি করলেন জিতেন্দ্র চৌধুরী। বর্তমানে গোটা ভারতবর্ষে সিপিআই(এম) দলের প্রায় সাড়ে ১০ লক্ষ সদস্য সদস্যা রয়েছে। এই সদস্য সদস্যারা লক্ষাধিক কমিটিতে বিভিন্নভাবে কাজ করছে। তিনি আরো বলেন গোটা ভারতবর্ষে গত আগস্ট মাস থেকে এই সম্মেলনের কাজ শুরু হয়েছে। দলের সমস্ত সংগঠনে এই সম্মেলন শেষে আগামী এপ্রিল মাসের ২ থেকে ৬ তারিখ পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাই শহরে কেন্দ্রীয় সম্মেলনের মধ্য দিয়ে সমাপ্ত হবে বলে জানালেন জিতেন্দ্র চৌধুরী। এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, পবিত্র কর সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
What's Your Reaction?