শিক্ষার্থীদের খাবার বাজারে বিক্রি করতে এসে ধরা খেল ২ শিক্ষক

বামুটিয়ার হরেন্দ্র নগর সিনিয়র বেসিক স্কুলের মিড ডে মিলের চাল বিক্রি করতে গিয়ে জনতার হাতে পাকড়াও দুই শিক্ষক।

May 5, 2024 - 02:56
 0  124
শিক্ষার্থীদের খাবার বাজারে বিক্রি করতে এসে ধরা খেল ২ শিক্ষক
হরেন্দ্র নগর এস বি স্কুলের মিড ডে মিলের চাল বিক্রির দায়ে দুই শিক্ষক কালীবাজারে আটক।ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :-শিক্ষার্থীদের মিড ডে মিলের খাবার বাজারে বিক্রি করতে এসে জনতার হাতে ধরা খেলো দুই শিক্ষক। দেওয়া হয় পুলিশে। সরকারি চাল বিক্রি করে অর্থ কামাই করা শিক্ষকদের নৈতিকতা নিয়ে সমালোচনার ঝড়। ঘটনা বামুটিয়ার হরেন্দ্র নগর সিনিয়র বেসিক স্কুলে।

              শনিবার হরেন্দ্র নগর সিনিয়ার বেসিক স্কুলের শিক্ষক রূপক দাস কালীবাজারে মিড ডে মিলের চাল বিক্রি করতে এসে পাকরাও হল জনতার হাতে। এদিন এফসিআইয়ের লেভেল লাগানো দুটি চালের বস্তা কালীবাজারের বিষ্ণু দের দোকানে বিক্রি করেছেন শিক্ষক রুপক দাস। ২৮০০ টাকার বিনিময়ে এই চাল বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। তিনি জানান প্রথমে বাড়ির চাল বিক্রি করা হবে বলে দোকান মালিককে জানিয়েছিলেন রূপক দাস। চাল রেখে পয়সা দিয়েছেন। কিন্তু পরে বস্তা ধরে দেখতে পান তাঁর মধ্যে এফসিআইএর ট্যাগ লাগানো রয়েছে। তার পরই সন্দেহ হয় বিষয়টি দোকান মালিকের। তিনি স্থানীয়দের বিষয়টি জানান। শিক্ষক রূপক দাসকে বিদ্যালয় থেকে ডেকে আনা হয় বাজারে।এই চাল বিক্রির অভিযোগ মেনে নিয়েছেন শিক্ষক রূপক দাস।তিনি সরাসরি জানিয়েছেন এই চাল বিক্রির সাথে উনার সাথে জড়িত রয়েছে আরও দুই জন শিক্ষক। তাঁরা হলেন রবীন্দ্র সরকার এবং সঞ্জিত সাহা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার একজন শিক্ষক খোলা বাজারে বিক্রি করাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ওঠে জনতা। ঘটনা স্হলে আসে পুলিশ। অভিযুক্ত শিক্ষক রূপক দাস এবং রবীন্দ্র সরকারকে আটক করে নিয়ে যায় পুলিশ। কিন্তু এই বিষয়ে পুলিশের কোন অভিযোগ করা হয়নি। প্রশ্ন উঠছে মিড ডে মিলের চাল বিক্রি করাকে কেন্দ্র করে বামুটিয়া বিদ্যালয়ে পরিদর্শক কেন আইনি প্রক্রিয়া গ্রহণ করেননি?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow