রানী কমলাবতী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে ৫৩ কিলো গাঁজা সমেত ৪ অভিযুক্ত গ্রেফতার
রাজ্য থেকে গাঁজা নিয়ে বিহারে পাড়ি দিতে গিয়ে পুলিশের জালে গাঁজা সমেত ৪ বিহারী যুবক
দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা,আমবাসা:-গোপন খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযান চালিয়ে আমবাসা থানার পুলিশ এবং আমবাসা রেল পুলিশের হাতে আসে সাফল্য। রানী কমলাবতি এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয় ৫৩ কিলো গাঁজা। পাশাপাশি গাঁজা কাণ্ডে জড়িত ৪ অভিযুক্ত দের গ্রেফতার করে পুলিশ। রবিবার আরক্ষা কর্মীদের এই অভিযানে উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
ত্রিপুরা থেকে প্রতিদিন শত শত কিলো গাঁজা বহিঃরাজের পাড়ি দিচ্ছে। বিশেষ করে বিহার থেকে প্রতিনিয়ত গাঁজা ব্যবসায়ীরা ত্রিপুরাতে এসে গাঁজা নিয়ে যাচ্ছে। যদিও যারা গাঁজা নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ছে তাদের বেশিরভাগ নিজেদের শ্রমিক বলে দাবি করেছে। তার পরেও রাজ্য পুলিশের হাত ওই মালিক এবং গাঁজা চাষীদের ঘাড় পর্যন্ত পৌঁছতে পারেনা। যার ফলে এই গাঁজা কেনা বেচার ঘটনায় ইতি টানা সম্ভব হচ্ছে না। রবিবার আমবাসা থানা এবং আমবাসা জিয়ারপিএস যৌথ ভাবে এই অভিযান করে বলে জানান আমবাসার জিআরপিএসের ওসি। তিনি আরো জানান গ্রেফতার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে
What's Your Reaction?