রাজ্যে অবৈধ গাঁজা বাগান ধ্বংস করার ক্ষেত্রে প্রশংসা অর্জন করল TSR মহিলা বাহিনী
নেশা বিরোধী অভিযানে টিএসআর মহিলা বাহিনীর ভূমিকায় প্রশংসা মুখ্যমন্ত্রীর
দ্যা ফ্যাক্ট:-রাজ্যের গর্ব ত্রিপুরা স্টেট রাইফেলসে মহিলা ব্যাটেলিয়ান পাস আউট হওয়ার পর নেশাবিরোধী অভিযান দিয়ে হাতে খড়ি হল মহিলা লড়াকু আধা সামরিক বাহিনীর। ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা অবৈধ গাঁজা বাগান ধ্বংস করার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা অর্জন করতে সক্ষম হয়েছে টিএসআরের মহিলারা। ইতিমধ্যেই অমরপুর থেকে শুরু করে রাজ্যের অন্যান্য এলাকায় টিএসআর মহিলা বাহিনী ব্যাপক পরিমাণ গাঁজা বাগান ধ্বংস করার ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করেছেন।
সম্প্রতি ত্রিপুরাতে ত্রিপুরা স্টেট রাইফেলসের মহিলা বাহিনী গঠন করা হয়েছে। রাজ্যের সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন করার ক্ষেত্রে শুধুমাত্র পুরুষদের নিয়ে এই বাহিনী গঠন করা হয়েছিল। অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে ত্রিপুরা স্টেট রাইফেলসের পুরুষ বাহিনী গোটা ত্রিপুরাতে সন্ত্রাসবাদী দমনের ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল। পরবর্তী সময়ে দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন প্রক্রিয়া এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে দারুণ ভূমিকা নিয়েছে টিএসআর। এবার ত্রিপুরাতে গাঁজা বিরোধী অভিযানে পুরুষ আরক্ষা কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে দেখা গেল বাহিনীর মহিলা সদস্যা দের। বেশ কিছুদিন যাবৎ ত্রিপুরার বিভিন্ন অঞ্চলের এই গাঁজা বিরোধী অভিযান জারি রয়েছে। এরমধ্যে দেখা যাচ্ছে টিএসআরের মহিলা বাহিনী গাঁজা বাগান ধ্বংস করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিচ্ছে। ধলাই জেলার অমরপুর মহকুমা সহ বিভিন্ন এলাকাতে ব্যাপক পরিমাণ গাঁজা বাগান ধ্বংস করার ক্ষেত্রেই প্রশংসা অর্জন করেছে টিএসআর মহিলা বাহিনী। রাজ্যের পাহাড়ে, সমতলে, জঙ্গলে এই নেশা বিরোধী অভিযান করতে গিয়ে পিছপা হয়নি তাঁরা। যার ফলে প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের মুখ্যমন্ত্রী সমেত মন্ত্রী সান্তনা চাকমা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। রাজ্যের গর্ব টিএসআর বাহিনীর মহিলা সদস্যাদের এই ধরনের ভূমিকায় গর্ববোধ করছে গোটা রাজ্যবাসী।
What's Your Reaction?