মোহনপুর চা বাগানে শ্রমিক কল্যাণে একাধিক কর্মসূচি বাস্তবায়িত
মোহনপুর ব্লকের অন্তর্গত মোহনপুর চা বাগানে শ্রমিকদের মধ্যে সুলার লাইট বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত।
দ্যা ফ্যাক্ট :- মোহনপুর চা বাগানে শ্রমিকদের বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধান, পানীয় জলের সমস্যা সমাধানে উদ্যোগ নিল এলাকার বিধায়কথা মন্ত্রী রতন লাল নাথ। শনিবার বকেয়া বিদ্যুৎ মাসল প্রদানের মাধ্যমে চালু করা হলো শ্রমিকদের ঘরের বিদ্যুৎ সংযোগ। পাশাপাশি পানীয় জলের জন্য দুটি সোলার পাম্প বসানোর সিদ্ধান্ত বাস্তবায়নের জমি পরিদর্শন করলেন মন্ত্রী।
মোহনপুর বিধানসভা এলাকার অন্তর্গত মোহনপুর চা বাগানের বেশ কিছু শ্রমিকরা সঠিক সময়ে বকেয়া বিদ্যুৎ মাসুল প্রদান না করার কারণে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছিল দপ্তরের তরফে। শনিবার সমস্ত শ্রমিকরা একত্রিত হয়ে তাদের বিল প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। দপ্তরে কর্মিরা বাগানে গিয়ে সমস্ত শ্রমিকদের কাছ থেকে বিদ্যুৎ মাসুল সংগ্রহ করেছি শনিবার। শ্রমিকদের বাড়িতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের ট্রেডার তরফে প্রদান করা হয়েছে সোলার লাইট। এই বাগানের দুটি পাড়াতে পানীয় জলের জন্য সুলার পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে এদিন। এই কর্মসূচিতে উপস্থিত থেকে মন্ত্রী রতন লাল নাথ জানান এই এলাকাতে পানীয় জলের জন্য টিউবয়েলের ব্যবস্থা রয়েছে। কিন্তু তা পর্যাপ্ত নয়। আরো ভালো পানীয় জল সরবরাহ করার জন্য সোলার পাম্প বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে পাম্প বসানোর হয়েছে জমি। পাশাপাশি শ্রমিকদের বিদ্যুৎ মাসুল যাতে কম আসে তার জন্য শ্রমিকদের সোলার লাইট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারপারসন রিনা দেববর্মা সহ অন্যান্যরা।
What's Your Reaction?