মোহনপুরে স্বল্প বাজেটের পুজোয় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা আয়োজক দের

ষষ্ঠী সন্ধ্যা পেরিয়ে সপ্তমীতে দর্শনার্থীদের ভিড় পূজা মন্ডপে

Oct 22, 2023 - 01:55
 0  37
মোহনপুরে স্বল্প বাজেটের পুজোয় মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা আয়োজক দের
শান্তি পাড়ায় প্লে সেন্টার। ছবি -দ্যা ফ্যাক্ট

দ্যা ফ্যাক্ট অফ ত্রিপুরা :-মোহনপুর মহকুমাতে ষষ্ঠীর পুণ্য লগ্ন থেকেই বহু পূজা মন্ডপ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হলো। যদিও মহকুমা এলাকাতে বড় বাজেট বা বড় পূজা সেই অর্থে হয়নি। এরপরেও কিছু কিছু পূজা মন্ডপ মানুষের নজর কেড়েছে। শুক্রবার রাতে মন্ত্রী রতনলাল নাথ একাধিক পূজা মন্ডপের উদ্বোধন করলেন।ভিড় জমেছে সপ্তমীর সন্ধ্যায়।

                       মোহনপুর পুলিশ মহকুমা এলাকাতে প্রায় ১৫০ টি দুর্গাপূজা হচ্ছে। এরমধ্যে স্বল্প বাজেটের পূজার সংখ্যায় সর্বাধিক। গ্রামীন এলাকাতে নিজস্ব শ্রমে পূজা মন্ডপগুলো গড়ে তুলেছেন আয়োজকরা। ষষ্ঠীর রাতে মোহনপুরে বিধায়ক তথা মন্ত্রী রতল লাল নাথ কামালঘাটে শান্তি পাড়া প্লে সেন্টারের পূজো মন্ডপের উদ্বোধন করেন। শান্তিপারা প্লে সেন্টারের পূজো মন্ডপের থিম উত্তরণ। কিভাবে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তিকে অর্জন করা যায় তার ওপর গুরুত্ব দিয়ে মাটির তৈরি ঘন্টা কাশি এসব ব্যবহার করে তৈরি করা হয়েছে অত্যন্ত আকর্ষণীয় এই পূজা মন্ডপ।        অন্যদিকে মোহনপুরের মনিপুরী পাড়ায় তৈরি করা হয়েছে মনিপুরী সংস্কৃতির আদলে প্রতিমা এবং মন্ডল। মনিপুরী সম্প্রদায়ের চিরাচরিত পোশাক পরানো হয়েছে দুর্গা সমেত মায়ের গোটা মার পরিবারকে। বাঁশ বেত দিয়ে অত্যন্ত সুসজ্জিত এই পুজো মন্ডপ তৈরি করা হয়েছে। মাত্র ২০ টি মনিপুরী পরিবারের প্রয়াশে তৈরি করা হয়েছে এই পূজা মন্ডপ।

বোয়ালিয়া চমনিস্থিত স্বপ্নময়ী সংঘ চন্দ্রায়ন-৩ কে কেন্দ্র করে গড়ে তুলেছেন পুজো প্যান্ডেল।

               এদিকে গান্ধীগ্রামের সংহতি সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছিল সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে সাংবাদিক, শহীদদের পরিবার, সেনাবাহিনীতে কর্মরতদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বিজু পাল, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিলা দাস সেন, প্রাক্তন শিক্ষক তথা ক্লাবের সহ-সভাপতি দীপক সিংহ সহ অন্যান্যরা। এই ক্লাবে রাজ্যের বিভিন্ন দর্শনার্থী স্থানগুলো কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

         মোহনপুর বাজারের ব্রেইভ ক্লাব মায়ের নয়টি রূপ নিয়ে ফুটিয়ে তুলেছেন এই পূজা মন্ডপ। যাতে মায়ের বিভিন্ন রূপ গুলো সম্পর্কে মানুষকে অবগত করার পাশাপাশি বাড়তি আনন্দ প্রদান করা যায়। সবমিলিয়ে মোহনপুর মহকুমা এলাকাতে ছোট পুজোরসংখ্যা বেশি হলেও মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা দেখা গেছে অনেক উদ্যোক্তাদের মধ্যেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow