মহেশখলা থেকে অবৈধ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ ও BSF, গ্রেফতার -১

সীমান্ত রক্ষী বাহিনী এবং এয়ারপোর্ট থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে মহেশখলা এলাকায় নেশা বিরোধী অভিযান চালায়। এই নেশা বিরোধী অভিযানে ব্যাপক পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি নেশা সামগ্রী পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ি সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

Apr 30, 2025 - 23:37
 0  30
মহেশখলা থেকে অবৈধ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ ও BSF, গ্রেফতার -১
এয়ারপোর্ট থানা ও BSF -র অভিযানে অবৈধ কফ সিরাপ সহ এক অভিযুক্ত গ্রেফতার। ছবি:- নিজস্ব

দ্যা ফ্যাক্ট :- সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা বিভাগের খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। মহেশখোলা এলাকা থেকে অবৈধ কফ সিরাপ সহ নেশা কারবারের ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে এক অভিযুক্তকে। পুলিশ এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ অভিযানে আসে এই সাফল্য।

                  সীমান্ত রক্ষী বাহিনীর গোয়েন্দা শাখার খবর ভিত্তিতে পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী যৌথ নেশা বিরোধী অভিযান চালায় মহেশখলা এলাকায়। বিধান দত্ত নামে নেশা কারবারের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইকো গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে 805 বোতল অবৈধ কফ সিরাপ। গ্রেফতার করা হয়েছে বিধান দত্তকে। গাড়িতে বিএসএনএলের স্টিকার লাগিয়ে নেশা বাণিজ্য নিয়মিত করে যাচ্ছে অভিযুক্তরা। এই ঘটনার সাথে জড়িত আরো এক অভিযুক্ত অপূর্ব দত্ত গা ঢাকা দিতে সক্ষম হয়েছে। জানা গেছে অপূর্ব সরাসরি এলাকার নেশা বাণিজ্যের সাথে জড়িত। এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আইপিএস প্রভেশনাল সুধীর কুমার বলেন এয়ারপোর্ট থানা এলাকাতে যদি এই ধরনের খবর কোন জনগণের কাছে থাকে তাহলে সেটি পুলিশকে দেওয়ার জন্য। সমস্ত নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow