মহারাষ্ট্রে বিজেপির জয়, ত্রিপুরায় বিজয় মিছিল, পথে নামলেন মুখ্যমন্ত্রী,মোহনপুরে উল্লাস
মহারাষ্ট্রের বিজেপির জয়কে ঘিরে ত্রিপুরায় গেরুয়া বীর খেলায় মেতে উঠলো শাসকদল।
দ্যা ফ্যাক্ট :- মহারাষ্ট্রে বিজেপি এবং সহযোগী দল গুলোর জয়কে ঘিরে প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে বিজয় উল্লাসে হলো আবির খেলা। এতে ভাগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। দলের এই জয়কে ঘিরে প্রধানমন্ত্রী এবং মহারাষ্ট্রের জনগণকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী।
প্রায় বিগত বেশ কয়েকদিনের সমস্ত জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে পুনরায় ক্ষমতায় ফিরল বিজেপি এবং তার সহযোগী দল। বিজেপি একক ভাবেই সরকার গঠন করার মত আসনে জয়ী হয়েছে। যদিও ঝাড়খন্ডে ইন্ডিয়া জোট জয়ী হয়েছে। দলের এই জয়কে ঘিরে শনিবার সন্ধ্যায় বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে আনন্দে গা ভাসালো দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রী বলেন গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদির নেতৃত্বে যে উন্নয়নযোগ্য চলছে তারই ফলস্বরূপ মহারাষ্ট্রে মানুষ বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসিয়েছে।
অন্যদিকে মোহনপুর বিধানসভা এলাকাতেও হয়েছে বিজয় মিছিল। এদিন মোহনপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই বিজয় মিছিল। মন্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ, এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ নেতৃত্ব দিয়েছেন যে উন্নয়নযোগ্য তবুএই মিছিলের। এদিন মোহনপুর বাজারে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন জনগণ হচ্ছে সবচেয়ে শক্তিশালী। মহারাষ্ট্রের ফলাফলের সমস্ত পূর্বাভাসকে ম্লন করে দিয়ে দারুন জয় পেয়েছে বিজেপি এবং তার জোট সঙ্গীরা। মন্ত্রী বলেন ভারতবর্ষে মানুষ প্রমাণ করে দিয়েছে বিজেপির কোন বিকল্প দল ভারতবর্ষে নেই। তিনি বলেন যে কটি রাজ্যে উপ নির্বাচন হয়েছে সেখানেও বিজেপির প্রার্থীরা অত্যন্ত ভালো ফলাফল করেছে। দলের এই জয়কে কেন্দ্র করে দলীয় নেতৃত্ব, জনগণ এবং প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী রতন লাল নাথ।
What's Your Reaction?