মনুবাজার থানায় পুলিশের নির্যাতনে মৃত্যু যুবকের, গ্রেফতার ৫ অভিযুক্ত
মনুবাজার থানায় পুলিশের মারে প্রয়াত যুবকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।
দ্যা ফ্যাক্ট :- মনুবাজার থানায় আরক্ষা কর্মীদের নির্যাতনে মৃত্যু হয়েছে বাদল ত্রিপুরার। এই ঘটনার প্রতিবাদে দিনভর জাতীয় সড়ক অবরোধ এবং থানা ঘেরাও সংঘটিত হয়েছে। ঘটনার সাথে জড়িত ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন গোটা বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার।
গত ১৫ অক্টোবর রাতে মনুবাজার থানার পুলিশ বাদল ত্রিপুরা এবং চিত্তরঞ্জন ত্রিপুরাকে থানায় আটক করে নিয়ে আসে চুরির অপবাদে। থানার ভেতর রাতভর বাদল ত্রিপুরাকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বাদল ত্রিপুরা। বৃহস্পতিবার সকাল থেকেই মনুবাজার থানা মৃতদেহ নিয়ে ঘেরাও করেছে গ্রামবাসী। করা হয়েছে জাতীয় সড়ক অবরোধ। এর পূর্বেই অভিযুক্ত সাব ইন্সপেক্টর প্রেমজিত রায়, এসপিও শ্যামল দাস, থৈলাসা মগ, রেঙ্গে মগ এবং কনস্টেবল রাজকুমার ত্রিপুরার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। অবশেষে বাদল ত্রিপুরার মৃত্যুর পর বৃহস্পতিবার ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বাদল ত্রিপুরার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি গোটা বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
What's Your Reaction?