বৃহৎ স্বার্থে মথার সাথে সম্পর্ক,সাংবাদিক সম্মেলনে দাবি BJP-র মুখপাত্রের

বিজেপি ও মথার নয়া সম্পর্কের সমীকরণকে কেন্দ্র করে স্পষ্টিকরণ দিল দল।

Mar 16, 2024 - 01:38
 0  36
বৃহৎ স্বার্থে মথার সাথে সম্পর্ক,সাংবাদিক সম্মেলনে দাবি BJP-র মুখপাত্রের

দ্যা ফ্যাক্ট:- আমরা অখন্ড ভারতের স্বপ্ন দেখি। একদিন সফল হবে এই অখন্ড ভারতের স্বপ্ন। যেহেতু অখন্ড ভারতের স্বপ্ন দেখি তাই বৃহত্তর স্বার্থে মানুষের সাথে সম্পর্ক তৈরি করি। সরকার টিকিয়ে রাখতে নয়। সম্প্রতি বিজেপি এবং তিপ্রামথা দলের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে তাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলনে এই প্রতিক্রিয়া দিলেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

                        সম্প্রতি রাজ্য রাজনীতিতে এক নয়া সমীকরণ চর্চার শীর্ষে চলে এসেছে। তিপ্রা মথা দলের সাথে বিজেপির নতুন সম্পর্ক রীতিমতো বিরোধীদের কপালে ঘাম সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রধান বিরোধী দল সবগুলো এই ঘটনাকে স্বাভাবিক নজরে নেয়নি। শুরু হয়েছিল সমালোচনা। অবশেষে শুক্রবার এই বিষয়ে মুখ খুলল বিজেপি। এই দিন কৃষ্ণনগর দলীয় কার্যালয়ে দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন ভারতীয় জনতা পার্টি বৃহত্তর স্বার্থে মানুষের সাথে সম্পর্ক তৈরি করে। যেহেতু ভারতীয় জনতা পার্টি অখন্ড ভারতের স্বপ্ন দেখে তাই এই ভারতের মানুষের বিভিন্ন দাবিগুলো যখন উঠে সেগুলো এই অখন্ড ভারতের মধ্যেই সমায়িত হয়ে যায়। তিনি আরো বলেন বিজেপি সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়নে চিন্তা করে। এই চিন্তা এবং উন্নয়ন কার্যক্রম জারি থাকবে বলে দাবি করলেন তিনি। সাংবাদিক সম্মেলনে যে সমস্ত বিরোধীরা মথা এবং বিজেপির সম্পর্ককে কেন্দ্র করে ওসামা প্রকাশ করছেন তাঁদেরকে জনগণ যোগ্য জবাব দেবে বলে বলে আশা ব্যক্ত করলেন শ্রী ভট্টাচার্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow