CRPF ও বনদপ্তরের যৌথ উদ্যোগে মোহনপুরে বৃক্ষ রোপণ

নব নির্মিত জাতীয় সড়কের পাশে গাছ লাগানোর সূচনা

Jun 17, 2023 - 04:16
 0  23
CRPF ও বনদপ্তরের যৌথ উদ্যোগে মোহনপুরে বৃক্ষ রোপণ

দ্যা ফ্যাক্ট ব্যুরো:- সিআরপিএফ এবং বনদপ্তরে যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোহনপুরের জগতপুর এলাকায় নবনির্মিত আগরতলা খোয়াই জাতীয় সড়কের দুই পাশে শুক্রবার অনুষ্ঠিত হয় এই বৃক্ষ রোপণ। এই দিন চাঁপা ফুলের গাছ লাগানোর মধ্য দিয়ে এই কর্মসূচি সূচনা করা হয়। নবনির্মিত এই জাতীয় সড়কের দুই পাশে ইতিমধ্যেই বেশ কিছু স্থানে বৃক্ষ রোপন করা হয়েছে। এদিন স্থানীয় জনতাদের পাশে নিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে, সিআরপিএফ এবং বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।

                অন্যদিকে দমদমিয়া স্থিত সিআরপিএফ গ্রুপ সেন্টারে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয় এই দিন। প্রায় ৫ হাজার গাছের চারা লাগানো হয়েছে বলে দাবি করা হয়েছে সিআরপিএফ গ্রুপ সেন্টের তরফে। গ্রুপ সেন্টারে বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন ডিআইজি মোঃ ইমরান মল্লিক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow