বীরমোহন বাড়িতে ২ রাউন্ড গুলি ছোড়লো দুষ্কৃতীরা, আতঙ্কে জনতা
সিধাই থানার অন্তর্গত বীরমোহনবাড়ী এলাকায় বৃহস্পতিবার পরপর দুই রাউন্ড গুলি করলো দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। গুলি করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে দুষ্কৃতীরা।
দ্যা ফ্যাক্ট :- আচমকা পিস্তল থেকে পর পর দুই রাউন্ড গুলি ছোড়ল দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। ঘটনা সিধাই থানার অন্তর্গত বীরমহন বাড়ি গ্রামে। স্থানীয়রা জানাই দুষ্কৃতীরা গাড়িতে করে এসে গুলি ছুড়ে ছিল। তবে এর পেছনে কি রহস্য রয়েছে তা নিয়ে উড়ছে প্রশ্ন।
বৃহস্পতিবার সকালে বিরমহন বাড়ি এলাকায় গুলি ছোড়ার শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। এক স্থানীয় গৃহবধূ জানিয়েছেন গাড়ি নিয়ে এসে কতিপয় দুষ্কৃতী পিস্তল থেকে গুলি ছোড়েছেন। যদিও এইগুলি কারুর গায়ে লাগেনি। সঙ্গে সঙ্গে ঘটনা স্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে দুস্কৃতিরা। তবে দুষ্কৃতীদের দৈহিক গঠন দেখে ধারণা করা হচ্ছে তারা ত্রিপুরার স্থায়ী বাসিন্দা নয়। তবে কি কারণে এই গুলির ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থলে ছুটে গেছে সিধাই থানার পুলিশ। তবে কারোর তরফেই কোন অভিযোগ পাইনি পুলিশ। এই বিষয়ে মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ জানান ঘটনাস্থলে গিয়ে সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এমনকি গুলি ছোড়ার বিষয়ে স্থানীয়দের তরফেও কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে তাহলে এই ধরনের গুলি করার মতো ঘটনা কেন ঘটল এই এলাকাতে?
What's Your Reaction?