বিমানে জুতো খুলে রামলালার সূর্য তিলক দর্শন করলেন প্রধানমন্ত্রী
ডিজিটাল মাধ্যমে রামলালার সূর্য তিলক দর্শনে প্রধানমন্ত্রীর ধর্মীয় শ্রদ্ধার আচরণ প্রকাশ
দ্যা ফ্যাক্ট:- আস্থা, ভক্তি এবং শ্রদ্ধা একটা মানুষকে অত্যন্ত বিনয়ী করে তোলে। আর সেই মানুষটা যখন দেশের প্রধানমন্ত্রী হন সেটা দেশবাসীর কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে। বিমানে বসে ডিজিটাল মাধ্যমে রামলালার সূর্য তিলক দর্শন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।পায়ের জুতো খুলে, বুকে হাত রেখে শ্রদ্ধার সাথে রামলালার এই দৃশ্য দর্শন করলেন প্রধানমন্ত্রী।
আধ্যাত্মিকতায় ভক্তি আসে মনের অন্তস্থল থেকে। আর সেই ভক্তি প্রকাশ পায় ভক্তের আচরণে। মুখে যে যাই বলুক না কেন আসল সত্যটা সর্বদা তার আচরণে প্রস্ফুটিত হবেই। বৃহস্পতিবার বিশেষ বিবানের চেপে ত্রিপুরায় আসার পথে রামলালার সূর্য তিলক দর্শন করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই সময় বিমানে ডিজিটাল মাধ্যমে এই কার্যক্রম দর্শন করার সময় পা থেকে জুতো খুলে আলাদা রাখলেন প্রধানমন্ত্রী। বাঁ হাতে ট্যাব আর ডান হাত বুকে রেখে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তির সহিত রামলালার সূর্য তিলক দৃশ্য দর্শন করলেন তিনি। দেশের প্রধানমন্ত্রী এই আচরণ ভক্ত প্রাণ মানুষদের মধ্যে আরও অনুপ্রেরণার সঞ্চার করবে এটা স্বাভাবিক।
What's Your Reaction?